স্পোর্টস ডেস্ক:: সিকান্দার রাজা আর ওয়েসলে মাধেভেরের ব্যাটে সফরকারী বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে বড় সংগ্রহ করলো জিম্বাবুয়ে। আগে ব্যাট করা দলটি দুই হাফ সেঞ্চুরিয়ানের ব্যাটে মাত্র ৩ উইকেট হারিয়ে ২০৫ রান তুলেছে।
জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ২০৬ রান।
নিষ্প্রাণ বোলিংয়ের সঙ্গে বাংলাদেশের বাজে ফিল্ডিং ছিলো সিরিজের প্রথম টি-২০তে সঙ্গী। দুর্দান্ত ব্যাট করা রাজা ও মাধেভেরের ব্যাটে স্বাগতিকরা তুলে নিয়েছে ২০৫ রান। : নুরুল হাসান সোহানদের বাজে ফিল্ডিংয়ের সুযোগ নিয়ে দ্রুত গতিতে রান তুলছে স্বাগতিক জিম্বাবুয়ে। সিরিজের প্রথম টি-২০ ম্যাচটিতে আগে ব্যাট করছে স্বাগতিকরা। বাংলাদেশের বোলারদের খুব একটা সুযোগ না দিয়ে স্কোর বড় করে দলটি।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ক্রেইগ আরভিন। উদ্বোধনী জুটিতে খুব বড় সংগ্রহ পায়নি দলটি। ১৫ রানেই ফিরে যান ৮ রান করা ওপেনার চাকাবা। দলীয় ৪৩ রানে দ্বিতীয় উইকেটে অধিনায়ক আরভিনকে ফেরান মোসাদ্দেক। দুই চারে ১৮ বলে ২১ রান করেন তিনি।
দলীয় শতরানের আগে তৃতীয় উইকেটটি হারায় স্বাগতিকরা। ৯৯ রানে ইনিংসের ১৩তম ওভারের দ্বিতীয় বলে ৩৩ রান করা শেন উইলিয়ামসনকে ফেরান মোসাদ্দেক। চতুর্থ উইকেটে জিম্বাবুয়ের দুই ব্যাটার রাজা ও ওয়েসেলে ৪৩ বলে ৯১ রানের জুটিতেই স্কোর বড় হয়ে যায় দলটির। বাংলাদেশের বোলাররা তিন উইকেট শিকারের পর আর কোনো উইকেট ফেলতে পারেননি স্বাগতিকদের।
ব্যক্তিগত ৬৭ রান তুলে ওয়েসলে মাধেভেরে স্বেচ্চা প্যাভেলিয়নে ফেরেন। ৪৬ বলের ইনিংস নয়টি চারে সাজিয়েছেন তিনি। আরেক হাফ সেঞ্চুরিয়ান সিকান্দার রাজা ৬৫ রানে অপরাজিত থাকেন। মাত্র ২৬ বলের ইনিংসে তিনি সাত চার ও চার ছক্কা হাঁকিয়েছেন। ওয়েসলে মাধেভেরে স্বেচ্চা ফিরে গেলে ব্যাটংয়ে নামা রায়ার্ন বার্ল কোনো বলই মোকাবেলা করতে হয়নি।
বাংলাদেশের হয়ে মুস্তাফিজ ২টি ও মোসাদ্দেক ১টি করে উইকেট লাভ করেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০