স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে লড়ছে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ। ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে সেই ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের উপর চড়াও হয়েছে ইংল্যান্ডের টপ অর্ডার।
মাত্র এক উইকেট হারানো ইংলিশরা দলীয় রান দুইশ পার করেছে। সেঞ্চুরি পূরণ করেছেন ডেভিড মালান। বাংলাদেশের বোলারদের তুলোধুনো করে ৯১ বলে সেঞ্চুরি পূরণ করেন তিনি। ২৩ ওয়ানডে ম্যাচে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি আর বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সবশেষ সংগ্রহ ৩৩ ওভারে ১ উইকেট হারিয়ে ২২১ রান। রানের পাহাড় গড়ার দিকেই এগোচ্ছে ইংলিশরা। ৯৭ বলে ১৪ চার ও ৪ ছক্কায় ১২২ রান করে অপরাজিত মালান। ৪৫ রান করে অপরাজিত আছেন জো রুট।
এর আগে ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্বক ছিল ইংলিশরা। ১৭.৫ ওভারে দলীয় ১১৫ রানে প্রথম উইকেট হারাল ইংল্যান্ড। শততম ওয়ানডে খেলতে নামা জনি বেয়ারস্টোকে ফিরিয়ে প্রথম ব্রেক-থ্রু এনে দেন অধিনায়ক সাকিব আল হাসান। ইংলিশদের তাণ্ডবলীলার সময়ে বেয়ারস্টোকে বোল্ড আউট করেন তিনি। তবে এখনও টাইগার বোলাররা দিশেহারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post