স্পোর্টস ডেস্ক:: টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল পাকিস্তানে অবস্থান করছে। রাওয়াল পিন্ডিতে প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে বুধবার। তার আগে দেশটিতে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ দল।
এবার বাংলাদেশ দলের অনুশীলনে পাকিস্তানের সাবেক পেসার ও স্থানীয় কোচ ওমর গুল পরামর্শ, বিভিন্ন দিক নির্দেশনা ও টেকনিক দেখিয়ে দিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেছে।
পাকিস্তানের হয়ে ৪৭ টেস্ট খেলা সাবেক এই পেসার এখন কোচিং পেশায় যুক্ত আছেন। ২০২০ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে নাম লেখান কোচিং পেশায়। ২০০৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় দলের জার্সিতে খেলেছেন তিনি।
১৩০ ওয়ানডে খেলে ১৭৯টি উইকেট শিকার করেছেন। টি-টোয়েন্টিও খেলেছেন গুল। ৬০ টি-২০ ম্যাচে তার উইকেট ৮৫টি। সাদা পোশাকে ১৬৩টি উইকেট শিকার করেছেন তিনি।
বিসিবির পোস্ট করা ভিডিওতে দেখা যায় গুল বাংলাদেশের পেসার ও ক্রিকেটারদে সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করছেন। বোলিংয়ের বিভিন্ন দিক নির্দেশনা ও টেকনিক শেখাচ্ছেন। তার এই পরামর্শ নিঃসন্দেহে পাকিস্তানের মাটিতে বাংলাদেশের পেসারদের কাজে দিবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০