বাংলাদেশের বোলারদের পিটিয়ে আয়ারল্যান্ডের ৩১৯ রান

    0
    55

    স্পোর্টস ডেস্ক:: দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৩২০ রানের টার্গেট দিলো আয়ারল্যান্ড। হ্যারি ট্যাক্টর-ডকরেলের ব্যাটে আইশিরা নির্ধারিত ওভারে ৬ উইকেটে ৩১৯ রান তুলেছে।

    টস হেরে ব্যাট করতে নামা আয়ারল্যান্ড শুরুতে দুই উইকেট হারালেও ট্যাক্টর ও ডকরলের ব্যাটে দিন বড় পূঁজি গড়েছে। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে হাসানের বলে উইকেটরক্ষক মুশফিকের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরেন আইরিশ ওপেনার পল স্টার্লিং । ৩ বলে ১ রান করেছেন তিনি। দ্রুত প্রথম উইকেট হরানো আইরিশরা দ্বিতীয় উইকেট হারিয়েছে দলীয় ১৬ রানে।

    ইনিংসের সপ্তম ওভারের প্রথম বলেই ওপেনার স্টিফেন ডোহেনী সাজঘরে পাটিয়েছেন হাসান মাহমুদ। দুই চারে ২১ বলে ১২ রান করেছেন স্বাগতিক এই ওপেনার। এরপরই তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়েন ট্যাক্টর ও বার্লবিনি। ইনিংসের ২৪তম ওভারের তৃতীয় বলে শরিফুল ইসলাম অ্যান্ড্রু বার্লবিনিকে ফিরিয়ে ভাঙেন সেই জুটি। দলীয় ১১৪ রানে ব্যক্তিগত ৪২ রানে সাজঘরে ফিরেন অ্যান্ডু বার্লবিনি। ৫৭ বলের ইনিংস সাজিয়েছেন চারটি চরে।

    ইনিংসের ২৬তম ওভারের শেষ বলে শরিফুলের শিকারে চতুর্থ উইকেট হারায় আয়ারল্যান্ড। দলীয় ১৩৮ রানে ব্যক্তিগত ১৬ রানে সাজঘরে ফিরে যান লরকান টাকার। ১১ বলের ইনিংসে তিনটি বাউন্ডারি হাঁকান তিনি। এরপরই পঞ্চম উইকেট তুলে নেন তাইজুল। ইনিংসের ৩১তম ওভারের চতুর্থ বলে দলীয় ১৬৭ রানের মাথায় সাজঘরে ফিরেন চ্যাম্পার। ১১ বলে ৮ রান করে এলবিডাব্লিউ’র ফাঁদে পড়েন তিনি।

    এক প্রান্ত আগলে রেখে ব্যাট করা হ্যারি ট্যাক্টরকে ইনিংসের ৪৭তম ওভারের শেষ বলে সাজঘরে পাঠান এবাদত। দলীয় ১৮২ রানে ষষ্ট উইকেটে প্যাভেলিয়নে ফেরত যান তিনি। দশ ছয় ও সাত চারে ১১৩ বলে ১৪০ রান করেছেন তিনি।

    ট্যাক্টর ফিরে গেলেও আরো বিধ্বংসী হয়ে উঠেন জর্জ ডকরেল। শেষ পর্যন্ত তিনি ৪৭ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন। তিন চার ও চার ছক্কায় সাজিয়েছেন তার ইনিংসটি। ২০ রানে অপরাজিত থাকেন মার্ক অ্যাডায়ার।

    বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ, শরিফুল ২টি করে, এবাদত ও তাইজুল ১টি করে উইকেট লাভ করেন।

    ২২০ রানের টার্গেটে ব্যাট করবে বাংলাদেশ।

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here