স্পোর্টস ডেস্কঃ আফগানিস্তান ম্যাচে দারুণ খেলা মেহেদি হাসান মিরাজ-নাজমুল হোসেন শান্ত এবার আর পারেন নি। দলের প্রয়োজনে দুজনই ছিলেন ব্যাট হাতে নিষ্প্রভ। তবে ইংল্যান্ড ম্যাচে তাদের ব্যাটিং অর্ডার পরিবর্তন করা হয়। প্রথম ম্যাচে তিন নম্বরে ব্যাট করে ফিফটি পেয়েছিলেন মিরাজ। শান্ত খেলেছিলেন ৪ নম্বরে।
আফগানদের বিপক্ষে ফিফটি পাওয়া শান্ত-মিরাজের ব্যাটিং অর্ডার পরিবর্তন নিয়ে খুশি নন সাবেক ভারতীয় ব্যাটার ওয়াসিম জাফর। বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডার পরিবর্তনের কারণ খুঁজে পাচ্ছেন না তিনি। ইএসপিএনক্রিকইনফোর সাথে আলাপকালে ওয়াসিম বলেন, ‘মেহেদি যে আগের ম্যাচে ৩ নম্বরে ব্যাট করল, সে ব্যাটিং করল ৫ নম্বরে। জানি না, কারণটা কী? শান্ত যদিও তিনেই ব্যাট করত; তবু মেহেদিকে তিনে খেলানোর সিদ্ধান্তটা তো তাদের কাজে লেগেছে।’
ইংল্যান্ডের রেকর্ড গড়া রান তাড়া করতে নেমে শুরুতেই ফিরে যান ওপেনার তানজিদ হাসান তামিম। ইংলিশ পেসার টপলির বলে স্লিপে ক্যাচ দেন তিনি। আগের ম্যাচেও রান পান নি বাঁহাতি এই ব্যাটার। তাই বাংলাদেশের ওপেনিংয়ের সমাধান খুঁজতে বললেন ওয়াসিম, ‘ওপেনিং জুটি বাংলাদেশের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক দিন ধরেই এমন হচ্ছে। এই সমস্যার সমাধান করতে হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post