Home ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেট বাংলাদেশের ভূতুড়ে এক সেশন

বাংলাদেশের ভূতুড়ে এক সেশন

0

স্পোর্টস ডেস্কঃ অ্যান্টিগা টেস্টের প্রথম সেশনে ২৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৭৬ রান। সাকিব আল হাসান ২৭ ও মেহেদি হাসান মিরাজ ২ রানে অপরাজিত আছেন।  এই জুটিই এখন টাইগারদের ভরসা। এর আগে বিপর্যয়ের শুরুটা ইনিংসের দ্বিতীয় বলেই।

চোট কাটিয়ে শেষ মূহুর্তে উইন্ডিজ দলে সুযোগ পাওয়া কেমার রোচের অফ স্টাম্পের বাইরের লেংথ বলে খোঁচা মেরে স্লিপে ক্যাচ দেন মাহমুদুল হাসান জয়। শূন্য রানে ফিরেন এই ওপেনার। পরের ওভারে নাজমুল হোসেন শান্ত ফেরেন রোচের বলে। সরাসরি বোল্ড হন বাঁহাতি এই ব্যাটসম্যান।

মুমিনুল হক দাঁড়াতেই পারেন নি উইকেটে। ক্যারিবিয় পেসার জেইডেন সিলসের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন তিনি। ১৬ রানে ৩ উইকেট হারিয়ে দিশেহারা বাংলাদেশকে একটু স্থির করার চেষ্টা করেন তামিম ইকবাল ও লিটন দাস। এরপর অহেতুক বল খেলতে গিয়ে উইকেট দেন তামিম। আলজারি জোসেফের লেগ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দেন তিনি।

নিজের প্রথম ওভারে করতে এসেই কাইল মায়ার্স নেন জোড়া উইকেট। তাঁর বলে কট-বিহাইন্ড লিটন। এরপর  শট না খেলে এলবিডব্লু হন নুরুল হাসান। লাঞ্চের আগে অধিনায়ক সাকিব ও মিরাজের ব্যাটে বিপর্যয় সামাল দিতে লড়েছে। বাংলাদেশ প্রথম সেশন শেষ করেছে ৬ উইকেটে ৭৬ রান নিয়ে। রোচ-মায়ার্স নেন ২টি করে উইকেট। ১টি করে নেন সিলস-জোসেফ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version