বাংলাদেশের মানুষের এ শিরোপাটা প্রাপ্য- সাবিনা

0
59

স্পোর্টস ডেস্কঃ সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে কৃষ্ণা রানীর জোড়া গোলে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এর আগে ৫টি আসরের সব’কটিতেই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সোমবারের ফাইনালে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন বাংলাদেশের কৃষ্ণা। আর টুর্নামেন্ট সেরা হয়েছেন সাবিনা খাতুন।

দুই হ্যাটট্রিকে আসরে পাঁচ ম্যাচে ৮ গোল করেছেন সাবিনা। ম্যাচ শেষে বললেন নিজের অর্জনে সন্তুষ্টির কথা, জানিয়ে দিলেন আরও উন্নতির প্রতিশ্রুতি। সাবিনা বলেন, ‘মোস্ট ভেল্যুয়েবল প্লেয়ার এবং সর্বোচ্চ গোলদাতা হয়েছি…নিজের চেষ্টা এবং পরিশ্রম মাঠে দিয়ে গেছি, তার পুরস্কার অবশেষে পেয়েছি। নিঃসন্দেহে এই টুর্নামেন্ট আমার ক্যারিয়ারের সেরা মুহূর্ত।’

সাবিনা আরো বলেন, ‘স্বপ্ন ছিল দক্ষিণ এশিয়ার টুর্নামেন্টটি নিজেদের ঘরে তুলব। সেটা ২০২২ সালে এসে করতে পেরেছি। বিশেষ করে দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখছি, বাংলাদেশের মানুষ নারী ফুটবলের প্রতি যে এত আস্থা নিয়ে বসে আছে…গতকাল পর্যন্তও পোস্ট দেখছিলাম আর মন খারাপ হচ্ছিল যে, আমরা এই মানুষগুলোর হাসি ধরে রাখতে পারব কি না। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়ার পর মনে হয়েছে বাংলাদেশের মানুষের এ শিরোপাটা প্রাপ্য, এটা তাদের জন্য।’

আসরে পাঁচ ম্যাচে ৮ গোল করেছেন সাবিনা। প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে দুই গোল করেছিলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে দলের ৬-০ গোলে জয়ে তাঁর ছিল হ্যাটট্রিক। অবশ্য পরের ম্যাচে ভারতের বিপক্ষে ৩-০ গোলে জয়ে সাবিনা গোল পাননি। সেমিফাইনালে বাংলাদেশ ৮-০ গোলে উড়িয়ে দেয় ভুটানকে। সাবিনা হ্যাটট্রিক করেন সেদিনও। ফাইনালে নেপালের বিপক্ষে গোল না পেলেও আক্রমণে নেতৃত্ব দিয়েছেন সাবিনা। কৃষ্ণাকে দিয়ে এক গোল করান তিনি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here