স্পোর্টস ডেস্কঃ আগামী জুনে যুক্তরাষ্ট্রের মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সংক্ষিপ্ত ফরম্যাটে বিশ্বসেরা হওয়ার এই লড়াইয়ে নামার আগে স্বাগতিকদের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ইউএসএ ক্রিকেট (ইউএসএসি)।
মার্কিন মুলুকে বিশ্বকাপে নামার আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি হবে ২১ মে। ২৩ ও ২৫ মে হবে পরের দুই টি-টোয়েন্টি। সবগুলো ম্যাচই হবে টেক্সাসের প্রাইরাই ভিউ ক্রিকেট কমপ্লেক্সে। এদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার আগে কানাডার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে যুক্তরাষ্ট্র।
আগামী ১ জুন শুরু হবে বিশ্বকাপের নতুন আসর। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ মিলিয়ে হবে এবারের টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচ থেকে শুরু করে ১৮ জুন পর্যন্ত সব খেলা যুক্তরাষ্ট্রে। এর মধ্যে বাংলাদেশের রয়েছে দুটি ম্যাচ। ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ জুনের ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবেন নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাসরা। তিন দিন পর নিউ ইয়র্কে তারা লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ১৩ জুন ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে বাংলাদেশ। একই ভেন্যুতে তিন দিন পর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post