নিজস্ব প্রতিবেদকঃ দেখতে দেখতে শেষের শুরু হয়ে গেছে ওয়ানডে বিশ্বকাপের। আজ বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। শনিবার সকাল ১১টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এই ম্যাচ দিয়েই বিশ্বকাপ ক্যারিয়ারে ইতি টানতে যাচ্ছেন বাংলাদেশের একাধিক তারকা।
একটি গোটা প্রজন্মের ক্রিকেটারদের জন্য শেষ বিশ্বকাপ ম্যাচ আজ। বর্তমান সময়কার তারকা ক্রিকেটারদের অধিকাংশেরই সম্ভাবনা রয়েছে আগামী বিশ্বকাপে না খেলার। আর তার প্রধান কারণ বয়স। বয়সের কারণে বর্তমান তারকাদের বড় একটি অংশকে আগামী বিশ্বকাপে দেখা যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।
বাংলাদেশের সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের বয়সের কারণে পরের বিশ্বকাপে থাকার সম্ভাবনা সামান্যই। তিনের মধ্যে শুধু সাকিবই খেলছেন তিন ফরম্যাটে। বয়সের দিক থেকে ৩৮ ছুঁইছুঁই রিয়াদের। টেস্ট থেকে অবসর নিয়ে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলে চলেছেন। বাংলাদেশের হয়ে ২২১টি ওয়ানডে খেলেছেন। ৩৬ বর্ষী সাকিব-মুশফিককেও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি। তামিম ইকবালেরও এটি হতে পারতো শেষ বিশ্বকাপ, ফিটনেস ইস্যুতে দলে নেই ৩৪ বর্ষী ওপেনারের।
নানা জল্পনা-কল্পনার পর ভারতের বিমান ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ। আর সুযোগ পেয়েই বাজিমাত করেন তিনি। ব্যাট হাতে এই ব্যাটার বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক এবারের বিশ্বকাপে। তাও নিয়মিত ব্যাটিং অর্ডার পরিবর্তন করে খেলতে হয়েছে তাঁকে। অভিজ্ঞ এই ব্যাটার হাঁকান এক সেঞ্চুরি ও এক ফিফটি। ৬ ইনিংসে ২৯৬ রান করেছেন। রান সংগ্রাহকের তালিকায় বাংলাদেশীদের মধ্যে লিটন দাস ওপেনিংয়ে নেমে করেছেন দ্বিতীয় সর্বোচ্চ।
মাহমুদউল্লাহর ব্যাটে দেশের হয়ে বিশ্ব মঞ্চে প্রথম সেঞ্চুরি। তার ক্যাবিক ইনিংসগুলো তাকে অমর রাখবে চিরদিন। টাইগার জার্সিতে বিশ্বকাপে সর্বোচ্চ ইনিংসই শুধু না, সবচেয়ে বেশি ছক্কাও হাঁকিয়েছেন সাইলেন্ট কিলার। অজিদের বিপক্ষে ৮৮ রান করলেই হাজার রানের মাইলফলক স্পর্শ করে বিশ্বকাপে ইতি টানার সুযোগ আছে তার সামনে। মাহমুদউল্লাহর সাথে মুশফিকুর রহিমও বিশ্বকাপে নিজের শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন। সাকিব আল হাসানও খেলে ফেলেছেন। তারা একেকজন পাঁচ-ছয়টা করে বিশ্বকাপ খেলেছে।
মাহমুদউল্লাহ-সাকিব-মুশফিকের বিশ্বকাপ জার্নিটা অসাধারণ মনে করেন কোচ চান্ডিকা হাথুরুসিংহে। তিনি বলেন, ‘অবশ্যই তাদের জার্নিটা ছিল অসাধারণ। যে ধরনের ক্রিকেট তারা বিশ্বকাপে খেলেছে, সেগুলোকে অবশ্যই আলাদা করে রাখতে হবে। তারা তাদের শেষ বিশ্বকাপ খেলছে কিনা যদিও আমি জানি না, কারণ তারা এখনো যথেষ্ট ফিট আছেন, এখনো পারফর্ম করছেন। এটা তাদের ব্যক্তিগত (অবসর) সিদ্ধান্ত। এ নিয়ে আমার কোনো কথা বলা ঠিক হবে না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post