বাংলাদেশের সাথে সিরিজ শুরুর আগে আইরিশ ক্রিকেটে বড় রদবদল

0
62

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজ শুরু হতে যাচ্ছে ৯ মে, মঙ্গলবার থেকে। তবে এর আগেই দেশটির ক্রিকেট বোর্ডে বড় রদবদল হয়েছে। ক্রিকেট আয়ারল্যান্ডের (সিআই) নতুন প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে সিরিজ শুরুর আগমূহুর্তে।

ক্রিকেট আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন উইলিয়াম উইলসন। রোববার সিআই’র বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উইলসন স্থলাভিষিক্ত হয়েছেন সদ্য বিদায়ি প্রেসিডেন্ট ডেভিড গ্রিফিনের জায়গায়।

আগামী ১২ মাস অর্থাৎ, এক বছরের জন্য জন্য সিআই’র প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন উইলসন। নতুন দায়িত্ব পাওয়ার পর বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ পাচ্ছেন তিনি। যেটি কিনা আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশ। একইসাথে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের জন্য মহাগুরুত্বপূর্ণ সিরিজ আয়ারল্যান্ডের জন্য।

উইলসন খেলোয়াড়ি জীবনে ব্রিগেড ক্রিকেট ক্লাবের ২টি আইরিশ সিনিয়র কাপ জিতেছেন। এর আগে ফয়েল কলেজের জার্সিতে তার ক্রিকেট ক্যারিয়ারের হাতেখড়ি হয়। ১৯৮২ সালে কিংবদন্তী রয় টরেন্সের অধীনে খেলে বিগ্রেড ক্রিকেট ক্লাবে যোগ দেন। রয়ের অবসরের পর ক্লাবটির অধিনায়কের দায়িত্বও পালন করেন উইলসন।

২০০১ সালে খেলোয়াড়ি জীবনকে বিদায় জানালেও, ক্রিকেটের সাথেই থাকেন। আইরিশ ক্রিকেট ইউনিয়ন কমিটির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নর্থ-ওয়েস্টের নির্বাচক হিসেবেও কাজ করেন।

ইংল্যান্ডের চেমসফোর্ডে আগামি ৯ মে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে তিন ম্যাচের সিরিজ। বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায় (৩ টা ৪৫ মিনিট) শুরু হবে ম্যাচ। ১২ মে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ মে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here