স্পোর্টস ডেস্কঃ আইপিএলে পাঞ্জাব কিংসের স্পিন বোলিং কোচ হিসাবে নিযুক্ত হলেন সুনীল যোশি। ২০১৭ সাল থেকে বাংলাদেশের স্পিন বোলিং পরামর্শক ছিলেন ভারতের সাবেক এই স্পিনার। ২০১৯ বিশ্বকাপের পর তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত দেশের জার্সি গায়ে ওয়ানডে এবং টেস্ট খেলেছেন অলরাউন্ডার যোশি। ১৫টি টেস্ট, ৬৯ টি ওয়ানডে খেলেছেন। বাঁ-হাতি স্পিনার টেস্ট-একদিনে নিয়েছেন যথাক্রমে ৪১ ও ৬৯ উইকেট। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে এক বার করে ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন তিনি।
পাঞ্জাব কিংস ফ্র্যাঞ্চাইজি এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা ঘোষণা করতে পেরে উচ্ছ্বসিত যে প্রাক্তন ভারতীয় বাঁহাতি স্পিনার সুনীল যোশি পাঞ্জাব কিংসের স্পিন বোলিং কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন।’
২০২৩ আইপিএলে পাঞ্জাব স্কোয়াডঃ শিখর ধাওয়ান (অধিনায়ক), শাহরুখ খান, জনি বেয়ারস্টো, প্রভসিমরান সিং, ভানুকা রাজাপাকশে, জিতেশ শর্মা, রাজ বাওয়া, ঋষি ধাওয়ান, লিয়াম লিভিংস্টোন, অথর্ব তাইদে, আর্শদীপ সিং, বালতেজ সিং, নাথান এলিস, কাগিসো রাবাদা, রাহুল চাহার, হরপ্রীত ব্রার, স্যাম কারান, সিকান্দার রাজা, হারপ্রীত সিং ভাটিয়া, ভি কাভেরাপ্পা, মোহিত রাঠি ও শিবম সিং।
Discussion about this post