স্পোর্টস ডেস্কঃ রাওয়ালিপিন্ডি টেস্টে রান বাড়িয়ে যাচ্ছে পাকিস্তান। প্রথম দিন দুই অপরাজিত ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও সৌদি শাকিল দ্বিতীয় দিনেও দারুণ ব্যাটিং করছেন। এই দুজনের জুটিতে আড়াইশ রান পেরিয়ে গেছে পাকিস্তান। সুবিধাজনক অবস্থানে থেকে মধ্যাহ্ন বিরতিতে গেছে শান মাসুদের দল।
দ্বিতীয় দিনে প্রথম সেশনে উইকেট নিতে পারেননি বাংলাদেশের বোলাররা। আগের দিন দুই অপরাজিত ব্যাটসম্যান শাকিল ও রিজওয়ান পাকিস্তানকে বড় সংগ্রহের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মধ্যাহৃ বিরতির আগে পাকিস্তানের সংগ্রহ ৭০ ওভারে ৪ উইকেটে ২৫৬। ৮৬ রানে ব্যাট করছেন সৌদ শাকিল। অন্য প্রান্তে ৮৯ রানে অপরাজিত মোহাম্মদ রিজওয়ান। ২৩৬ বলে ১৪২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন দুজন। প্রথম সেশনে ২৯ ওভার খেলা হলেও ৯৮ রান তুলে নিয়েছে পাকিস্তান।
দিনের শুরুতে শরিফুল ইসলাম, নাহিদ রানা ও হাসান মাহমুদকে দিয়ে বোলিং করালেও কোনো সাফল্য পায়নি বাংলাদেশ। এরপর সাকিব আল হাসানের সঙ্গে বোলিং আক্রমণে আনা হয় মেহেদী হাসান মিরাজকে। তারাও উইকেট এনে দিতে পারেননি। উল্টো বাংলাদেশের বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন রিজওয়ান ও শাকিল। দুজনেই আছেন সেঞ্চুরি থেকে অল্প দূরত্বে। এর আগে ৬৪ বলে ফিফটি তুলে নেন রিজওয়ান। টেস্টে এটি তাঁর ১০ম ফিফটি। বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন হাসান ও শরিফুল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০