বাংলাদেশের হাতে দক্ষিণ আফ্রিকার ভাগ্য

0
63

স্পোর্টস ডেস্ক:: দক্ষিণ আফ্রিকা সরাসরি আগামি ওয়ানডে বিশ্বকাপ খেলতে হলে লাগবে বাংলাদেশের সাহায্য। বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলেই প্রোটিয়ারা সরাসরি খেলতে পারবে বিশ্বকাপ। ঘরের মাঠে আইরিশরা সিরিজ জিততে পারলেই তাদের কপাল খুলবে। তাতে কপাল পুড়বে প্রোটিয়াদের।

নেদারল্যান্ডসকে ১৪৬ রানের বড় ব্যবধানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা নিজেদের কাজটা সেরে রেখেছে প্রোটিয়ারা। তাদের এই জয়ে কপাল পুড়েছে ওয়েস্ট ইন্ডিজের। জিম্বাবুয়েতে ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে হবে ক্যারিবিয়ানদের।

আইসিসি সুপার লিগে দক্ষিণ আফ্রিকার অবস্থান এখন অষ্টম স্থানে। ২০২২-২৩ মৌসুমে সুপার লিগে প্রোটিয়ারা নিজেদের শেষ ম্যাচ খেলেছে। আয়ারল্যান্ড ঘরের মাঠে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে সিরিজ হারাতে পারলে তাদেরও পয়েন্ট ৯৮ হয়ে যাবে। তখন আইরিশদেরও সুযোগ থাকবে সরাসরি বিশ্বকাপে খেলার।

আগামি ১৮ জুন থেকে শুরু হবে বিশ্বকাপের বাছাই পর্বে। জিম্বাবুয়ে অনুষ্টিত হতে যাওয়া সেই বাছাইয়ে খেলতে হবে ওয়েস্ট ইন্ডজিকে। স্বাগতিক জিম্বাবুয়েসহ বাছাইলে আরো অংশ নেবে নেদারল্যান্ডস, নেপাল, ওমান, স্কটল্যান্ড। তাদের সঙ্গী হবে দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের যে কোনো একটি দল।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here