স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে অল্প পুঁজি দাঁড় করিয়েছে আফগানিস্তান। ধর্মশালায় বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও সাকিব আল হাসান-মেহেদি হাসান মিরাজ বোলিং তোপে ১৫৬ রানে শেষ হয়ে গেছে আফগানদের ইনিংস। ৩৭.২ ওভারে অলআউট হয়েছে তারা।
বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন সাকিব ও মিরাজ। জয়ের জন্য ১৫৭ রানের লক্ষ্যে খেলতে নামবে বাংলাদেশ। দিনে সেরা বোলিং ফিগারটা মিরাজের, ২৫ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। ১ ওভার করা মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া বাকি ৫ বোলারই পেয়েছেন উইকেটের দেখা।
তাসকিন আহমেদ নেন ১ উইকেট। ২ শিকার ধরেন শরিফুল ইসলাম। শুরুতে খরুচে বোলিং করলেও শেষদিকে এসে জোড়া উইকেট পান এই বাঁহাতি পেসার। আরেক বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান নেন ১ উইকেট। আফগানদের হয়ে ইনিংস সর্বোচ্চ ৪৭ রান করেন ওপেনার রহমানউল্লাহ গুরবাজ।
টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই চড়াও হয়ে উঠছিলেন আফগানিস্তানের দুই ওপেনার- গুরবাজ ও ইব্রাহিম। বাংলাদেশের পেসাররা সুবিধা করতে না পারায় ইনিংসের সপ্তম ওভারেই স্পিন আক্রমণে যায় টাইগাররা। আক্রমণে আসেন অধিনায়ক সাকিব। এসেই তুলে নেন ওপেনার জাদরানকে (২২)। সুইপ করতে গিতে তানজিদ হাসানের হাতে ধরা পড়েন এই বাঁহাতি। তার বিদায়ে ভাঙে ৪৭ রানের জুটি।
এরপর রহমত শাহকে নিয়ে আরেকটি জুটি গড়ার দিকে যাচ্ছিলেন গুরবাজ। দলীয় ৮৩ রানে রহমতকে ফিরিয়ে সেই জুটিও ভেঙে দেন সাকিব। দুই উইকেট হারিয়ে গুরবাজ ও শহিদী জুটি গড়ার চেষ্টা করেছিলেন। শহিদীকে ১৮ রানে ফেরান মেহেদি হাসান মিরাজ। এরপর দলীয় ১১২ রানে গুরবাজের প্রতিরোধ ভাঙেন মুস্তাফিজুর রহমান।
দ্রুত নাজিবুল্লাহ জাদরানকে বোল্ড করেন সাকিব। এতে সাকিব পান তার তৃতীয় উইকেট। এরপর নবীর স্ট্যাম্প উড়িয়ে দিয়েছেন তাসকিন। আজমাতউল্লাহ ওমরজাইকে ফেরান শরিফুল ইসলাম। টিকতে পারেন নি রশিদ খানও। তাঁকে ফেরান মিরাজ। এরপর দ্রুত বিদায় নেন শেষদিকের ব্যাটাররা। নাভিন উল হককে ফেরান শরিফুল, মিরাজের বলে সাজঘরে ফেরেন মুজিব উর রহমান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post