স্পোর্টস ডেস্কঃ ভারত নারী দলের অধিনায়ক হরমনপ্রিত কৌরকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। গত জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষটিতে ব্যাট দিয়ে স্টাম্প ভেঙে এবং আম্পায়ারদের নিয়ে বিষ্ফোরক মন্তব্য করায় শাস্তি পান তিনি। সেই ম্যাচ শেষে পুরষ্কার বিরতণী পর্বেও বিতর্কিত কাণ্ড করেছিলেন হরমনপ্রিত।
আইসিসির লেভেল-২ ধারার অপরাধ করায় হরমনপ্রিতকে দুই ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি তাঁর ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানাও করা হয় সঙ্গে তিনটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। আর লেভেল-১ ধারার অপরাধ করায় ম্যাচ ফি-এর আরও ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। এছাড়া যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। ফলে বড়সড় শাস্তি পেলেন ভারত অধিনায়ক।
নিষেধাজ্ঞায় থাকার ফলে আসন্ন এশিয়ান গেমসের প্রথম দুই ম্যাচে খেলতে পারবে না হরমনপ্রিত। এই ঘটনার মাস খানেক পেরিয়ে গেলেও কোনো অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি দ্য ক্রিকেট পেপারের সঙ্গে একান্ত আলাপে ভারতীয় এই ব্যাটার বলেছেন, ‘আমি বলব না যে আমি কোনো কিছুতে অনুশোচনা করছি। কারণ দিন শেষে আপনি একজন খেলোয়াড় হিসেবে দেখতে চাইবেন ন্যয্য জিনিসগুলো হচ্ছে। একজন খেলোয়াড় হিসেবে আপনার সবসময় নিজেকে প্রকাশ করার এবং আপনি কি অনুভব করছেন তা প্রকাশের অধিকার আছে।’
বাংলাদেশের বিপক্ষে করা নিজের আচরণকে ইতিবাচক হিসেবে নিয়ে হারমানপ্রীত বলেছেন, ‘আমার মনে হয় না আমি ভুল কিছু বলেছি কোনো প্লেয়ার বা কাউকে। আমি শুধু বলেছি মাঠে যেটা হয়েছে। আমি কোনো কিছুতে অনুশোচনা করি না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০