স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ সফরে আসার আগে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ভক্ত-সমর্থকদের দিলেন নতুন বার্তা। ঢাকা এবং ভারত সফরের আগে জানালেন নিজের অনুভূতি। ঢাকায় আসার আগেই উত্তাপ ছড়িয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বকাপ জয়ী এই তারকা সফরে আসার আগেই জানিয়ে দিলেন ভালোবাসার বার্তা। ভক্ত-সমর্থকদের সঙ্গে সময় কাটাতে বাংলাদেশে আসছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। কাতার বিশ্বকাপে ১৮ ডিসেম্বর ইতিহাস রচনা করেছে মেসিদের আর্জেন্টিনা। সেই বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিলো গোলপোস্টের এই অতন্দ্র প্রহরীর।
বিশ্বকাপের সময় বাংলাদেশের মানুষের সমর্থনে মুগ্ধ হন আর্জেন্টাইনরা। ভালোবাসার বিনিময় হয়েছে নানা ভাবে। ঢাকায় চালু হয়েছে আর্জেন্টিনার দূতাবাস। বাংলাদেশ সফরে আসার কথা ছিলো আর্জেন্টিনার। তবে মাঠ প্রস্তুুত না হওয়ায় বাফুফে আর্জেন্টিনাকে ঢাকায় আনেনি।
বাংলাদেশ ও ভারতের মানুষকে ভালোবাসেন জানিয়ে ফেসবুকে মার্টিনেজ লিখেন- ‘সবাইকে শুভেচ্ছা। আমি আগামী ৩ থেকে ৫ জুলাই ভারতীয় উপমহাদেশে আমার প্রথম সফর করব। সেখানে আমি বিভিন্ন চ্যারিটি কার্যক্রমে অংশ নেব। একই সঙ্গে মোহনবাগান ক্লাবের একটি চ্যারিটি ম্যাচে প্রধান অতিথি হিসেবে যোগ দেব। এর পাশাপাশি ভক্তদের সঙ্গে বিভিন্ন কার্যক্রম, পৃষ্ঠপোষকদের হয়ে শুভেচ্ছা বিনিময় ছাড়াও ফুটবল সংক্রান্ত প্রচারণায় অংশ নেব। আমি জানি, কলকাতা ও বাংলাদেশে আর্জেন্টিনার প্রচুর ভক্ত ও সমর্থক আছেন। আমি তাদের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি। শতদ্রুকে এই উদ্যোগের জন্য ধন্যবাদ। আমি তোমাদের ভালোবাসি।’
দল না আসলেও আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ নিজের ইচ্ছায় ঢাকায় আসছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় এজেন্ট শতদ্রু দত্ত।
আগামি ৪ ও ৫ জুলাই ভারত সফর করবেন মার্টিনেজ। দেশটির মোহনবাগ ক্লাবও পারিদর্শন করবেন তিনি। শতদ্রু দত্ত আর্জেন্টাইন তারকাকে ভারতে আনার উদ্যোগ নেন। বিশ্বজয়ী গোলরক্ষক এই এজেন্টকে জানান, ভারতের পাশাপাশি তিনি বাংলাদেশেও সফর করতে চান। এ দেশের সমর্থকদের ভালোবাসার প্রতিদান দিতে চান।
এরপরই শতদ্রু দত্ত উদ্যোগী হয়েছেন। আর্জেন্টিনার গোলরক্ষককে ঢাকায় আনার পরিকল্পনা করছেন তিনি। ইতিমধ্যে কাজও শুরু করে দিয়েছেন। আগামি ৩ জুলাই মার্টিনেজ ঢাকায় আসবেন। এখান থেকেই তিনি ভারতে যাবেন। তবে তার সফরে কি কি থাকবে, কোথায় প্রোগ্রাম হবে এ ব্যাপারে এখনো কোনো কিছু নিশ্চিত হওয়া যায়নি।
ভারতীয় ক্রীড়া উদ্যোক্ত ও এজেন্ট শতদ্রু দত্ত বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ‘আমি মার্জিনেজের সঙ্গে কেবল ভারতে আসার বিষয়ে কথা বলেছিলাম। তবে ও নিজের থেকে বাংলাদেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। আমাকে বলেছে, আমি বাংলাদেশেও যেতে চাই। ওকানে আমার ও আর্জেন্টিনার অনেক সমর্থক রয়েছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post