স্পোর্টস ডেস্কঃ আগামী জুনে বাংলাদেশ সফরে আসার কথা ছিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের। ১২ থেকে ২০ জুন ফিফার যে আন্তর্জাতিক উইন্ডো আছে, সেই সময়টাতে লিওনেল মেসিদের আনার পরিকল্পনা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)।
যদিও মেসিদের আনা সফল হবে কিনা, সেটা নিয়ে সংশয় ছিল। কেননা সব মিলিয়ে ১০০ কোটি টাকা খরচ ধরা হচ্ছিল। এছাড়া মাঠের একটা বিষয় ছিল। বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কার করার কারণে খেলা হওয়া নিয়ে সংশয় ছিল। সেই সংশয়ই এবার সত্যি হলো।
বাংলাদেশ সফরে আসছে না আর্জেন্টিনা দল। জানুয়ারিতে শুরু হওয়া আলোচনা ভেস্তে গেছে শেষ পর্যন্ত। মূলত চলতি বছর বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হচ্ছে না। আগামী মৌসুমের আগে এই মাঠ পাবে না বাফুফে। আর তাই মাঠ সঙ্কটের কারণে শেষ পর্যন্ত খেলা গড়ানোর সম্ভব না।
বঙ্গবন্ধু স্টেডিয়াম ছাড়া অন্য কোনো মাঠে খেলা গড়ানো সম্ভব না। আর তাই আর্জেন্টিনার আসা বাতিল করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ইতিমধ্যেই আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনের সাথে আলোচনাও করেছে বাফুফে। অবশ্য শুরু থেকেই এই কাতার বিশ্বকাপ জেতা মেসি, ডি মারিয়াদের আসার বিষয়টি কঠিন ছিল। শেষ পর্যন্ত সেটাই হচ্ছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post