বাংলাদেশে খেলা পূর্বের অভিজ্ঞতা বিপিএলে কাজে লাগাতে চান হোপ

0
49

নিজস্ব প্রতিবেদকঃ চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে এবারের আসরে বিদেশী ক্রিকেটাররা নিয়মিত আসা-যাওয়ার মধ্যে আছে। সবাই পুরো আসর খেলতে পারছেন না। আর তাই বিপিএলের মাঝপথেই নতুন নতুন বিদেশীরা আসছেন।

এবারের আসরে মাঝপথে খুলনা টাইগার্সের হয়ে খেলতে এসেছেন শাই হোপ। ক্যারিবিয়ান এই ব্যাটার এই প্রথম বিপিএল খেলতে এসেছেন। তবে এর আগে জাতীয় দলের হয়ে বেশ কয়েকবার বাংলাদেশ সফর করার অভিজ্ঞতা রয়েছে এই ডানহাতি ব্যাটারের।

আর পূর্বের সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চান শাই হোপ। তিনি বলেন, ‘আমি এর আগে বিপিএলে খেলেনি, কিন্তু আমি বাংলাদেশে খেলেছি। এটা ভালো একটি অভিজ্ঞতা। আর সেই অভিজ্ঞতা আমি এখন কাজে লাগাতে চাই।’

বিপিএল ছাড়াও একই সময়ে চলছে আরও দুটি টি-টোয়েন্টি লিগ। যার মধ্যে একটি আইএল টি-টোয়েন্টি। আর অন্যটি এসএ টি-টোয়েন্টি। সেই লিগের সাথে বিপিএলের পার্থক্য কেমন, সেই সম্পর্কে হোপ কোনো মন্তব্য করতে রাজি না।

হোপ বলেন, ‘আমি অন্য লিগের সাথে তুলনা করতে চাই না। কেননা আমি এর আগে এখানে খেলিনি। সুতরাং আমি কিছু বলতে চাই না এই ব্যাপারে।’

খুলনায় জাতীয় দলের বড় তারকা তামিম ইকবাল খেলছেন। আগের ম্যাচে ব্যাট করেছেন এই তারকার সাথে। তামিমের সাথে খেলার অনুভূতি সম্পর্কেও বলেছেন ক্যারিবিয়ান এই টপ অর্ডার ব্যাটার।

হোপ এই প্রসঙ্গে বলেন, ‘এটা খুবই দারুণ, এটা খুবই ভালো যে তার সাথে খেলা কিংবা উইন্ডিজের হয়ে তার বিপক্ষে খেলা। তার কাছ থেকে অনেক কিছু শেখা যায়। অনেক মানসম্পন্ন ক্রিকেটার দীর্ঘদিন ধরে খেলছেন। সে যদি দারুণ খেলে, আমরাও জিততে পারব।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here