বাংলাদেশে জোড়া সেঞ্চুরিতে মাস সেরা ক্রিকেটার ম্যাথিউজ

0
14

স্পোর্টস ডেস্কঃ আইসিসি মাস সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন শ্রীলঙ্কার আঞ্জেলো ম্যাথিউজ। মে মাসের সেরার দৌড়ে ছিলেন ম্যাথিউস ছাড়াও তার স্বদেশী আসিথা ফার্নান্দো ও বাংলাদেশের মুশফিকুর রহিম। গত মাসে টাইগারদের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন ম্যাথিউজ।

চট্টগ্রাম ও ঢাকায় দুই টেস্টে ডানহাতি ব্যাটার ম্যাথিউজ করেছিলেন ৩৪৪ রান। যেখানে প্রথম টেস্টে খেলেছিলেন ১৯৯ রানের ইনিংস। ঢাকা টেস্টেও অপরাজিত ১৪৫ রান করেছিলেন তিনি। এমন পারফরম্যান্সে তিনি জায়গা পান মে মাসের সেরা হওয়ার তালিকায়। সোমবার এক বিবৃতিতে সেরা হিসেবে সাবেক এই লঙ্কান ক্রিকেটারের নাম ঘোষণা করেছে আইসিসি।

এদিকে মে মাসের সেরা হওয়ার জন্য মনোনয়ন পেয়েছিলেন আসিথা। চট্টগ্রামে ৩ উইকেট নেয়ার পর ঢাকা টেস্টে ৭ উইকেট নিয়েছিলেন ডানহাতি এই পেসার। দুই ম্যাচে ১০ উইকেট নেয়া আসিথা জায়গা পা অনুমেয়ভাবেই।

এছাড়া চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে ১০৫ রানের ইনিংস খেলে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ৫ হাজার রান করেন মুশফিক। পরের ম্যাচেও তার ব্যাট থেকে আসে ১৭৫ রানের অপরাজিত ইনিংস।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here