বাংলাদেশে টেস্ট ক্যাপ কি এতই সস্তা?

    0
    26

    স্পোর্টস ডেস্ক: মাত্র ক’দিন আগেই অনুর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছে ছেলেটা। এর মধ্যে আন্তর্জাতিক ওয়ানডে বা টি-২০ কোনটাই খেলার অভিজ্ঞতা নেই। কিন্তুু ক্রিকেটে আদি সংস্করণ মর্যাদার টেস্ট ক্রিকেটে চলে আসছে?

    নির্বাচকরা মেহেদী হাসান মিরাজকে টেস্ট দলে নেওয়ার পর থেকেই চলছে সমালোচনা। অনেকেই বলছেন কোন ধরণের আন্তর্জাতিক ক্রিকেট না খেলেই সরাসরি জাতীয় টেস্ট দলে? তাহলে এতই সস্তা হয়ে গেলো বাংলাদেশের টেস্ট ক্যাপ?

    ২০১০ এমসিসি স্পিরিট অব ক্রিকেট কাউড্রি লেকচারে গ্রেট ইমরান খান বলেছিলেন,  যখন আপনি কোন ম্যাচে হার এড়াতে খেলবেন, তখন দলের কৌশল ও দল নির্বাচন এক ধরনের হবে। আর যখন আপনি কোন ম্যাচে জয়ের জন্য খেলবেন, তখন দলের মনভাব, কৌশল ও দল নির্বাচন সম্পূর্ণ ভিন্ন হবে।’ চিটাগং টেস্টের জন্য বাংলাদেশ দলের স্কোয়াড দেখে এমনট্

    স্কোয়াড দেখে যে কেউ বলে দিতে পারবে প্রথম টেস্টে জয় নয়, বরং সম্মানজনক ড্র’র জন্য খেলতে নামবে বাংলাদেশ। আর সেই অনুযায়ীই দল নির্বাচন করেছে নির্বাচকরা।

    দলে তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসানের মত নিয়মিত ব্যাটসম্যানরা আছেন।

    কিন্তু এই অভিজ্ঞ ব্যাটিং লাইন আপের পর আরও কয়েকজন মিনি অলরাউন্ডার যোগ করে দলের ব্যাটিং গভীরতা পাতালপুরীতে নিয়ে যাওয়ার মাধ্যমে নির্বাচকদের ‘হারতে চাই না, জিততেও চাই না’ মানসিকতার আভাস পাওয়া যায়।

    এছাড়া স্পিনিং উইকেটের দোহাই দিয়ে কদিন আগে যুব বিশ্বকাপ খেলা এক ছেলেকে টেস্ট ক্যাপ তুলে দেয়ার চিন্তা ভাবনা করছে বাংলাদেশের ক্রিকেট। টেস্ট ক্যাপ কি এতই সস্তা?

    একজন পার্টটাইম স্পিনারকে ফ্রন্ট লাইন স্পিনারে পরিনত করার আপ্রান চেষ্টাও চালিয়ে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট। যার জন্য সুযোগ মিলছে না আব্দুর রাজ্জাক, এনামুল হক জুনিয়রের মত পোড় খাওয়া দুই ‘জেনুইন’ স্পিনারের।

    মোহাম্মাদ শহীদ, মুস্তাফিজুর রহমানদের ইনজুরিতে দলে সুযোগ পেয়েছেন গেলো প্রিমিয়ার লিগে দারুন বল করা পেসার কামরুল হাসান রাব্বি।

    আছেন শেষ ২০১৪ সালে রেড বল ক্রিকেট খেলা শফিউল ইসলাম। মাত্র দুই পেসার নিয়েই খেলতে নামছে বাংলাদেশ।  অ্যালিস্টার কুকরা নিশ্চয়ই ঢাকা-চট্রগ্রামের গরমে হেলমেট পরে ব্যাটিংয়ে নামা থেকে মুক্তি পেয়ে খুশীই হবেন।

    নির্বাচকদের মতিগতি দেখে মনে হয় টেস্ট ক্রিকেট বাংলাদেশের জন্য ওয়ানডে-টি টুয়েন্টির ড্রেস রিহার্সাল। অথচ হওয়ার কথা ছিল উল্টো। এক মাশরাফি তো ওয়ানডেতে সত্যিকারের ক্রিকেট সংস্কৃতি তৈরি করে দিয়েছে। টেস্টে কবে হবে সঠিক ক্রিকেটীয় চর্চা?

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/ক্রি/০০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here