স্পোর্টস ডেস্কঃ আগামী জুনে বাংলাদেশ সফরে আসার কথা ছিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের। ১২ থেকে ২০ জুন ফিফার যে আন্তর্জাতিক উইন্ডো আছে, সেই সময়টাতে লিওনেল মেসিদের আনার পরিকল্পনা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)।
তবে বাংলাদেশ সফরে আসছে না আর্জেন্টিনা দল। জানুয়ারিতে শুরু হওয়া আলোচনা ভেস্তে গেছে শেষ পর্যন্ত। মূলত চলতি বছর বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হচ্ছে না। আগামী মৌসুমের আগে এই মাঠ পাবে না বাফুফে। আর তাই মাঠ সঙ্কটের কারণে শেষ পর্যন্ত খেলা গড়ানোর সম্ভব না। যার কারণে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনকে (এফএ) এই ব্যাপারে না করে দিয়েছে বাফুফে।
বাংলাদেশে না আসলেও, জুনের ফিফা উইন্ডোতে এশিয়া সফরে আসছে মেসি, ডি মারিয়ারা। আর্জেন্টিনার জনপ্রিয় সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, জুনে এশিয়া সফরে আসছে লাতিন আমেরিকার দেশটি। বিশ্বকাপজয়ীদের সম্ভাব্য দুই প্রতিপক্ষ ইন্দোনেশিয়া ও চীন।
গেল বছরের শেষে কাতারে হওয়া ২০২২ ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। সৌদি আরবের সাথে হারের হোঁচট খেয়ে আসর শুরু করলেও, ঘুরে দাঁড়িয়ে শিরোপা নিশ্চিত করেছে দল। ৩২ বছর পর নিজেদের তৃতীয় বিশ্বকাপ ট্রফি ঘরে তুলেছে আলবিসেলেস্তারা। শুধু তাই নয়। বিশ্বকাপের পর দুটি প্রীতি ম্যাচ জিতে ব্রাজিলকে টপকে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দল হয়েছে আর্জেন্টিনা। সেই তারা এবার এশিয়াতে আসছে খেলতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post