স্পোর্টস ডেস্কঃ ঈদের আগ মূহুর্তে গুঞ্জন শুরু হয় প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহের বাংলাদেশে ফেরা নিয়ে। টাইগারদের কোচ নাকি আর আসবেন না। যদিও সেটির যে সত্যতা নেই, তা নিশ্চিত করেছিল বিসিবি। নানান গুঞ্জন আর জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে অবশেষে বাংলাদেশে পা রেখেছেন হাথুরুসিংহে। রোববার ঢাকায় পৌঁছেছেন লঙ্কান কোচ, এমনটাই জানা যাচ্ছে।
জিম্বাবুয়ে সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই বাংলাদেশে পা রেখেছেন এই কোচ। এসেই দম ফুসরতের সময় নেই। জাতীয় দলের নির্বাচকদের সাথে বৈঠকে বসছেন হাথুরুসিংহে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, নির্বাচক আব্দুর রাজ্জাক ও নির্বাচক হান্নান সরকারের সাথে সোমবারই সেই বৈঠক হওয়ার কথা রয়েছে।
যদিও বৈঠকের সময় কিংবা স্থান সম্পর্কে কিছু জানা যায়নি এখনও। তবে নিশ্চিতভাবেই বৈঠকের আলোচ্য বিষয় আন্দাজ করা যাচ্ছে। এখনও জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল দেওয়া হয়নি। বিশ্বকাপের জন্যও ১ মে’র মধ্যে দল দিতে হবে। সেসব নিয়েই আলোচনা হবে।
যদিও বিশ্বকাপ দলে কারা থাকছেন সেটা, দুই থেকে তিন জন ছাড়া বাকি সবার নামই নিশ্চিত। বিশ্বকাপের দলই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে খেলাতে চায় বিসিবি। তার উপর সামনে বিশ্বকাপের আগে সিরিজ রয়েছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। তাই বিশ্বকাপের দল নিয়েই প্রস্তুতি হবে জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post