নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় অনুর্ধ্ব-১৭ ক্রিকেট দলের প্রাথমিক ক্যাম্পে সিলেট থেকে একমাত্র সুযোগ পেয়েছেন মৌলভীবাজারের রুহেল আহমদ।
আজ শনিবার সাভার বিকেএসপিতে অনুর্ধ্ব-১৭ দলের ক্যাম্প শুরু হয়েছে। ৩০ জন ক্রিকেটারকে নিয়ে শুরু হওয়া ক্যাম্পের প্রথমদিন শনিবার সকালে ফিটনেস পরীক্ষা হয়েছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার গোপসপুর গ্রামের মোঃ শানুর মিয়ার ছেলে রুহেল আহমদ একজন বাঁহাতি পেসার।
রুহেল মৌলভীবাজার জেলা অনুর্ধ্ব-১৬ ক্রিকেট দল, সিলেট বিভাগীয় অনুর্ধ্ব-১৬ ক্রিকেট দলে খেলেছেন।
এছাড়াও সিলেট প্রথম বিভাগ ক্রিকেট লিগে এসসিএসের হয়ে খেলেছেন।
সম্প্রতি অনুষ্টিত হওয়া গাজী টায়ার্স ক্রিকেটার হান্টে সিলেট বিভাগ থেকে প্রথম হয়েছে রুহেল আহমদ।
শনিবার দুপুরে মুঠোফোনে রুহেল এসএনপিস্পোর্টসকে বলেন, জাতীয় দলের ক্যাম্পে সুযোগ পেয়ে খুব ভালো লাগছে। এবার সুযোগটাকে কাজে লাগাতে চাই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০