নিজস্ব প্রতিবেদক: কয়েম মাসে আগে বাংলাদেশে অনুষ্টিত অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে ছিলো সিলেটের দুই তরুণ ক্রিকেটার। জাকির হাসান ও জাকের আলী অনিক যুব দলের হয়ে বিশ্বকাপ খেললেও এবার অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলে সুযোগ পেলেন না সিলেটে কেউ।
৩০ সদস্যের প্রাথমিক দলে সুযোগ পাওয়া সিলেটের আসাদুল্লাহ আল গালিব বাদ পড়েছেন ২৩ সদস্যের দল থেকে। গালিবই একমাত্র সুযোগ পেয়ে ছিলেন সিলেট থেকে। ২৩ সদস্যের দলে গালিব বাদ পড়ায় যুব দলে সিলেটের প্রতিনিধিত্ব করার মত আর কেউ থাকলো না।
চলতি বছরের ডিসেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট। এশিয়া কাপে অংশ নিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলন ক্যাম্প।
সাভার বিকেএসপিতে ১৯ অক্টোবর শুরু হয়ে ক্যাম্প চলবে ৮ নভেম্বর পর্যন্ত। ক্যাম্পের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ২৩ জন ক্রিকেটারকে ডেকেছে।
অনুর্ধ্ব-১৯ দলের হেড কোচ আব্দুল করিম জুয়েলের কাছে ১৮ অক্টোবর বিকেল তিনটায় রিপোর্ট করতে বলা হয়েছে ক্রিকেটারদের।
ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন: মোহাম্মদ সাইফ হাসান, পিনাক ঘোষ, সজিবুল ইসলাম, জালাল উদ্দিন রুমি, আতিফ হোসেন ধ্রুব, আমিনুল ইসলাম বিপ্লব, নাজমুল আলম, রায়ান রাফসান রহমান, হাবিবুর রহমান মারুফ, মো: রাকিব, মাহিদুল ইসলাম অঙ্কন, মো: আকবর আলী, নাঈম হাসান, সাখাওয়াত হোসেন সিমন, সিদ্দিকুর রহমান শাওন, শাহাদাত হোসেন হৃদয়, কাজী অনিক ইসলাম, ইয়াসিন আরফাত মিশু, মো: রনি, গোলাম রাব্বি ফাহিম, মনিরুল ইসলাম মুগ্ধ, মোহাম্মদ আব্দুল হালিম, হাসান মাহমুদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০