বাংলাদেশ অনেক বদলে গেছে- বললেন কুক

0
14

স্পোর্টস ডেস্ক: অ্যালিস্টার কুক। ২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে দাপট দেখিয়ে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করে ছিলেন তিনি। ২০১০ সালে সেই কুকদের কাছে অসহায়ই ছিলো বাংলাদেশ।

দিন বদলে গেছে, বদলে গেছে বাংলাদেশ। এবার বাংলাদেশকে নয়, অসহায়ের মত থাকতে হয়েছে ইংল্যান্ডকে। ভাগ্য গুণে ওয়ানডে সিরিজ জিতে গেছেন, পারেননি টেস্ট সিরিজ। সমতায় শেষ হওয়া সিরিজটাতে বিজয়ীই খাকতো বাংলাদেশ। যদি ২২ রানে প্রথম টেস্টে হেরে যেতো।

তবুরও দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড গুড়িয়েই দিয়েছে বাংলাদেশ। ক্রিকেটের জন্মটাই হয়ে ছিলো ইংলিশদের হাতে। সেই ইংলিশরাই কিনা নবাগত একটা টেস্ট দলের কাছে অসহায় হয়ে আত্মসর্ম্পণ করলেন।

ম্যাচ শেষে তাই অকপটে বাংলাদেশের বদলে যাওয়ার কথাই বললেন কুক। তিনি বলেন, ‘বিগত বছরগুলোর তুলনায় বাংলাদেশ অনেক বদলেছে। আমি এটা দেখে অবাক হয়েছি যে, এই ওরা আমাদের হারাবে। এ সিদ্ধান্ত তারা আগেই নিতে পেরেছে।’

তিনি বলেন, দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের দেওয়া ২৭৩ রানের লক্ষ্যটা খুব বেশি কঠিন ছিলো না। তবে শেষ পর্যন্ত কন্ডিশনই তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।

‘আমরা ভেবেছিলাম ২৭০ রান সহজেই টপকানো যাবে। কিন্তু এই কিন্ডিশনে আমরা একেবারেই অনভিজ্ঞ। যেখানে ওরা আমাদের চাইতে অনেক বেশি অভিজ্ঞ।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here