স্পোর্টস ডেস্কঃ পাল্টে গেল বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার ফিফা প্রীতি ম্যাচে সূচি। একদিন এগিয়ে আনা হলো প্রথম ম্যাচটি। ম্যাচ দুটো হওয়ার কথা ছিল ৪ ও ৭ সেপ্টেম্বর। তবে আফগানিস্তানের অনুরোধক্রমে প্রথম ম্যাচের সূচি একদিন এগিয়ে আনা হয়েছে। এমনটাই জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
এগিয়ে আনা সূচিতে বসুন্ধরা কিংস অ্যারেনায় আগামী ৩ সেপ্টেম্বর লড়বে বাংলাদেশ-আফগানিস্তান। তবে দ্বিতীয় ম্যাচের সূচি অপরিবর্তিত থাকছে। পরিবর্তিত সূচিতে অনুমোদন দিয়েছে ফিফা। ম্যাচ দুটি উপলক্ষে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হয়েছে গত ২০ আগস্ট।
সংবাদ বিজ্ঞপ্তিতে সূচি বদলানোর কারণ জানিয়েছে বাফুফে, ‘আফগানিস্তান জাতীয় ফুটবল দল ও ফিফার পরামর্শ অনুযায়ী প্রথম ম্যাচটি আগামী ০৪-০৯-২০২৩ তারিখের পরিবর্তে আগামী ০৩-০৯-২০২৩ তারিখ অনুষ্ঠিত হবে। ০৭-০৯-২০২৩ তারিখের ম্যাচটি অপরিবর্তিত থাকবে।’
এদিকে প্রাথমিকভাবে এই ম্যাচগুলো ভেন্যু ছিল সিলেট জেলা স্টেডিয়াম। কিন্তু ফুটবলারদের আপত্তির ভিত্তিতে সিলেট ভেন্যুকে বাদ দিয়ে কিংস অ্যারেনাকে বেছে নেওয়া হয়েছে। অতিবৃষ্টির কারণে সিলেটের মাঠ খারাপ হওয়ায় আফগানিস্তানকে কিংস অ্যারেনাকে স্বাগত জানাবে বাংলাদেশ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post