স্পোর্টস ডেস্ক: আগামিকাল রোববার থেকে শুরু হওয়া আফগানিস্তান-বাংলাদেশ সিরিজের সবগুলো ম্যাচই সম্প্রচার করবে গাজী স্যাটেলাইট টেলিভিশন (জিটিভি)।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে টাইগারদের মুখোমুখি আফগানরা। সবগুলো ম্যাচই সরাসরি সম্প্রচার করবে গাজী স্যাটেলাইট টেলিভিশন লিমিটেড (জিটিভি)।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর আড়াইটায় প্রথম ওয়ানডে শুরু হবে। একই ভেন্যুতে বাকি দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর। ৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ড সিরিজের (তিনটি ওয়ানডে ও দু’টি টেস্ট) প্রস্তুতি হিসেবেই আফগানদের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেওয়ার মিশনে নামবেন মাশরাফি-সাকিব-তামিমরা।
সম্প্রচার স্বত্ব পাওয়া গাজী টেলিভিশন সিরিজ চলাকালে তিনটি অনুষ্ঠান আয়োজন করবে। সামিয়া আফরিন, মারিয়া নূর এবং শ্রাবন্য তৌহিদার উপস্থাপনায় এই অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ‘ক্রিকেট একট্রা’, ‘ক্রিকেট ম্যানিয়া’ এবং ক্রিকেট হাইলাইটস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০