নিজস্ব প্রতিবেদকঃ বিপিএলে দারুণ ছন্দে আছে চট্টগ্রাম চ্যালঞ্জার্স। শনিবার সিলেট পর্বে নিজেদের প্রথম ম্যাচে ফরচুন বরিশালকে ১০ রানে হারিয়েছে চ্যালেঞ্জার্সরা। যেই জয়ে বড় অবদান কার্টিস ক্যাম্ফারের। আইরিশ ক্রিকেটার ব্যাটে-বলে অবদান রেখে হয়েছেন ম্যাচ সেরা। ব্যাট হাতে ৯ বলে ২৯ রানের ক্যামিওর পর, বল হাতে ২০ রানে ৪ উইকেট শিকার করেছেন।
এবারই প্রথম নয়, গেল আসরে প্রথমবার বিপিএল মাতাতে আসেন ক্যাম্ফার। এছাড়া জাতীয় দলের হয়েও সফর করেছেন। তাই এই দেশকে অনেকটা নিজের করে নিয়েছেন তিনি। বাংলাদেশকে নিজের দ্বিতীয় বাড়ি বলেই মনে করেন ক্যাম্ফার।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে চ্যালেঞ্জার্সদের হয়ে সংবাদ সম্মেলনে আসেন ক্যাম্ফার। এই নিয়ে তিনি বলেন, ‘এখানে অনেক ম্যাচ খেলেছি। মনে হয় ২৫টা ম্যাচ খেলা হয়েছে বাংলাদেশে। একজন খেলোয়াড় হিসেবে বেড়ে উঠার ক্ষেত্রে এটি অনেক কাজে দিচ্ছে।’
‘কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে আমার বাংলাদেশে খেলা। আমি নিজের দ্বিতীয় বাড়ি মনে করি এই দেশকে। কারণ, অন্য যেকোনো জায়গা থেকে আমি এখানে বেশি সময় কাটিয়েছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post