স্পোর্টস ডেস্কঃ আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তবে সিরিজ শুরুর আগে দুঃসংবাদ। সিরিজ চলাকালীন ইংল্যান্ডের চেমসফোর্ডের আবহাওয়া একেবারেই ভালো থাকবে না। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী তিন ম্যাচেই বৃষ্টির সম্ভাবনা।
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হবে আজ ৯ মে, মঙ্গলবার। স্থানীয় সময় সকাল ৮টা থেকেই এদিন বৃষ্টি শুরুর সম্ভাবনা রয়েছে। সময়ের সাথে সাথে সেই বৃষ্টি বাড়বে বলে আবহাওয়ার পূর্বাভাস বলছে। ম্যাচ মাঠে গড়ানো নিয়েই তাই শঙ্কা।
ইংল্যান্ডের স্থানীয় সময় অনুযায়ী এখন ভোর। আর সেখানে এখন মেঘলা আকাশ। সারাদিন বৃষ্টির সম্ভাবনা থাকায় ম্যাচ হবে কি না বা হলেও, কত ওভারের খেলা হবে সেটা নিয়ে সংশয় থেকে গেছে। যদিও সমর্থকদের আশা প্রকৃতি মুখ ফিরে থাকাবে। আর খেলাও হবে।
এদিকে দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ১২ মে, শুক্রবার। এদিনও স্থানীয় সময় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা কিনা ম্যাচে ব্যাঘাত ঘটাবে ভালোভাবেই।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ মে, রোববার। এদিন স্থানীয় সময় ভোর ৬টা থেকে শুরু হবে বৃষ্টি। সারাদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ। বলার অপেক্ষা রাখে না, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী তিন ওয়ানডেতেই বেশ ভালোভাবে ভোগাবে বৃষ্টি।
এর আগে আয়ারল্যান্ড উলভস দলের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। এছাড়া বাংলাদেশ দলের অনুশীলনও বৃষ্টিতে ব্যাঘাত ঘটেছে। এই বৃষ্টির কারণেই আয়ারল্যান্ড থেকে সিরিজটি সরে এসেছে ইংল্যান্ডে। এবার সেই বৃষ্টিই ভোগান্তি দিচ্ছে এই জায়গায়ও।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post