স্পোর্টস ডেস্ক: সিরিজে এগিয়ে থাকা ইংল্যান্ডকে দ্বিতীয় ম্যাচে হারিয়ে সিরিজে সমতায় ফেরেছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সংবাদ প্রকাশ করেছে। তবে যতটা না জয় পরাজয়ের খবরকে প্রাধান্য দিয়েছে গণমাধ্যমগুলো তার চেয়ে বেশি প্রাধান্য পেয়েছে খেলোয়াড়দের ঝগড়ার বিষয়টি।
ইংল্যান্ড ইনিংসে তাসকিনের পঞ্চম ওভারের প্রথম বলটি, অর্থাৎ ২৮তম ওভারের প্রথম বলটি ব্লক করতে পারেননি বাটলার। এলবিডব্লিউয়ের জন্য জোরালো আবেদন আসে বাংলাদেশের পক্ষ থেকে। কিন্তু মন গলেনি আম্পায়ারের। তাই সাকিব-তাসকিন আর রিয়াদের সঙ্গে পরামর্শ করেই রিভিউ আবেদন করার সিদ্ধান্ত নেন। হলোও তাই,টিভি আম্পায়ারের সহায়তায় দেখা গেলো, আউট হয়েছেন তিনি। এরপর সাজঘরে ফিরতে গিয়েই রিয়াদ-বাটলারের উত্তপ্ত বাক্য ছোঁড়াছুড়ি।
এঘটনার জের ছিলো ম্যাচ শেষে প্রতিপক্ষ দলগুলোর মধ্যে হাত মেলানোর সময়ও! ইংলিশ ড্রেসিংরুমের সামনে তামিম ইকবালের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন অলরাউন্ডার বেন স্টোকস অভিযোগ, স্টোকসের সতীর্থের সঙ্গে হাত মেলাতে গিয়ে কাঁধ ধরে ঝাঁকিয়েছেন তামিম!
দুইটি ঘটনাকে সামনে রেখেই ইংল্যান্ডের শীর্ষ দৈনিকগুলো সংবাদ প্রকাশ করেছে। শীর্ষ দৈনিক ‘দ্য টেলিগ্রাফ’, ‘বাংলাদেশ বনাম ইংল্যান্ড, দ্বিতীয় ওয়ানডেঃ ইংল্যান্ডের হার, আয়োজকদের সঙ্গে জস বাটলার এবং বেন স্টোকসের উত্তপ্ত বাক্য বিনিময়’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে।
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় ম্যাচ নিয়ে ডেইলি মেইলের প্রধান খবরের শিরোনাম অনেকটা এমন, ‘বাংলাদেশের বিপক্ষে অগ্নিযুদ্ধে হেরে মেজাজ হারালো ইংল্যান্ড; আউট হয়ে জস বাটলারের বিদ্বেষী মন্তব্য।’
‘দ্য সান’ লিখেছে, ‘ঢাকায় বাগবিতণ্ডা। বেন স্টোকসঃ ম্যাচ শেষে বাংলাদেশি ওপেনার তামিম ইকবালের উপর সতীর্থের কাঁধ চেপে ধরার অভিযোগ রগচটা ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের। ’
বৃটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনেও (বিবিসি) বাংলাদেশের জয় ছাপিয়ে রিয়াদ-বাটলারের তর্কযুদ্ধকে প্রাধাণ্য দেওয়া হয়েছে। এই ম্যাচ নিয়ে তাদের শীর্ষ প্রতিবেদনের শিরোনামে লিখেছে, ‘জস বাটলার: বাংলাদেশের উদযাপনে ‘হতাশ’ ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার।’
বৃটিশ ট্যাবলয়েড ‘মিরর অনলাইন’ লিখেছে, ‘বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচের হার মোকাবেলা করা যেত বলে মানছেন জস বাটলার।’
এদিকে, পুরো ঘটনা নিয়ে সংবাদ সম্মেলনে বাটলারের দিকে প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়। উত্তরে তিনি বলেছিলেন, ‘আউট হওয়ার পর উদযাপন করতে করতে তারা (রিয়াদ-তাসকিন) আমার দিকে ছুটে আসছিলো। একই সঙ্গে যেভাবে উদযাপন করছিলো আর আমাকে চলে যেতে বলছিলো সেটা বাড়াবাড়ি ছিলো। আমার খুব রাগ হয়ে যায় তখন। এটার জন্য আমার বিচার চাইতেই পারেন। আমি নিজেকে সামলাতে পারিনি। কিন্তু এটাও ঠিক যে, ঘটনার পর আমার কাছে মনে হয়েছে সবকিছুর মূলে তাদের প্রতিক্রিয়ার দেখানোর ধরণই দায়ী। সত্যি বলতে, আমি এমন ব্যবহার আশা করিনি।’
একই প্রশ্ন করা হয় স্বাগতিক দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। উত্তরে তিনি দাবি করেন, পুরো ঘটনার সময় সামনে ছিলেন না তিনি।
মাশরাফি বলনে, ‘বাটলারের সাথে কি হয়েছে আমি আসলে জানিও না, বেন স্টোকসের ব্যাপারটিও আমার জানা নেই। আসলে ‘হিট অব দ্য মোমেন্টে’ এরকম অনেক কিছু হয়ে যায়। বাটলারের সময় আমি রিভিউয়ের ফলাফল দেখা নিয়ে ব্যস্ত ছিলাম। তাই খেয়াল করতে পারিনি। আর বেন স্টোকসের সাথে কি হয়েছে সেটাও জানি না কারণ, আমি অনেক সামনে ছিলাম।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০