স্পোর্টস ডেস্ক: রাত পোহালেই দ্বিতীয় টেস্টের লড়াইয়ে মাঠ নামবে বাংলাদেশ-ইংল্যান্ড। এক ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজে এগিয়ে গেছে ইংল্যান্ড। এবার চাইবে ব্যবধান বাড়িয়ে সিরিজ জিততে।
আর ঢাকা টেস্টে বাংলাদেশ চাইবে সমতায় ফেরতে। দারুণ উত্তেজনাপূর্ণ লড়াইয়ের এই টেস্টটিতে দুদলের একাদমেই আসতে পারে পরিবর্তন।
প্রথম টেস্ট বাংলাদেশ হেরেছে মাত্র ২২ রানে। তবুও লড়াই করেছে সমানতালে। এবার দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ।
নিচে দেখে নিন দু’দলের সম্ভাব্য একাদশ:
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, শুভাশিষ রায়।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: অ্যালিস্টার কুক (অধিনায়ক), বেন ডাকেট, জো রুট, গ্যারি ব্যালান্স, মঈন আলি, জনি বেয়ারস্টো, আদিল রশিদ, জাফর আনসারি, ক্রিস ওকস, বেন স্টোকস, স্টিফেন ফিন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০