স্পোর্টস ডেস্ক: প্রায় সময় ক্রিকেট নিয়ে জুয়ায় ভারতীয়দের মেতে উঠা এবং আটকের ঘটনা শিরোনাম হয়। এবার ব্যতিক্রম হলো না। বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ নিয়েও জুয়ায় জড়িত থাকায় এক জুয়ারিকে আটক করেছেন বিসিবির কর্মকর্তারা।
সোমবার বাংলাদেশ পুলিশ তার আটকের বিষয়টি নিশ্চিত করেছে বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের সময় তাকে আটক করা হয়।
বিসিবির মুখপাত্র জালাল ইউনুস সংবাদমাধ্যমটিকে বলেন, তার গতিবিধি আমাদের দুর্নীতি দমন কর্মকর্তাদের কাছে সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করে পুলিশে দেন কর্মকর্তারা।
পুলিশ কর্মকর্তা ভূঁইয়া মাহবুব হোসেন বলেন, জিজ্ঞাসাবাদের পর সন্দেহভাজন ওই ব্যক্তিকে ভারতীয় হাইকমিশনের কাছে হস্তান্তর করা হয়েছে। নিয়েবাংলাদেশ-ইংল্যান্ড সিরিজে জুয়ার সঙ্গে জড়িত সন্দেহে এক ভারতীয়কে আটক করেছে পুলিশ। সোমবার বাংলাদেশ পুলিশ তার আটকের বিষয়টি নিশ্চিত করেছে বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের সময় তাকে আটক করা হয়।
বিসিবির মুখপাত্র জালাল ইউনুস সংবাদমাধ্যমটিকে বলেন, তার গতিবিধি আমাদের দুর্নীতি দমন কর্মকর্তাদের কাছে সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করে পুলিশে দেন কর্মকর্তারা।
পুলিশ কর্মকর্তা ভূঁইয়া মাহবুব হোসেন বলেন, জিজ্ঞাসাবাদের পর সন্দেহভাজন ওই ব্যক্তিকে ভারতীয় হাইকমিশনের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০