স্পোর্টস ডেস্কঃ আগামী ১ মার্চ থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সীমিত ওভারের সিরিজ। আসন্ন এই সিরিজের টিকিট প্রসঙ্গে সোমবার সকালে এক বিবৃতি দিয়ে মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিকিট পাওয়া যাবে আগামীকাল (মঙ্গলবার) থেকে। সর্বনিম্ন ২০০ টাকা খরচ করে মাঠে বসে উপভোগ করা যাবে বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে।
মিরপুর ১০ নম্বরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মিলবে টিকিট। ম্যাচের দিনও খেলা থাকবে বুথ। টিকিটের সর্বনিম্ন দাম এবার ২০০ টাকা, সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা। ইস্টার্ন স্ট্যান্ড থেকে খেলা দেখা যাবে ২০০ টাকায়, গ্র্যান্ড স্ট্যান্ড থেকে ১ হাজার ৫০০ টাকায়। এছাড়াও নর্দান ও সাউদার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ৩০০ টাকা, শহীদ জুয়েল ও শহীদ মুশতাক স্ট্যান্ডের টিকিট ৫০০ টাকা ও ভিআইপি স্ট্যান্ডের টিকিটের দাম ১ হাজার টাকা।
১ ও ৩ মার্চ প্রথম দুই ওয়ানোডের পর দুই দলই পাড়ি জবাবে চট্টগ্রামে। সেখানে সিরিজের তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। আগামী ৬ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে মাঠে নামবে দুই দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post