স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সম্প্রচার স্বত্ব পেয়েছে গাজী স্যাটেলাইট টেলিভিশন লিমিটেড। শুক্রবার থেকে শুরু হওয়া সিরিজের সবগুলো ম্যাচ সরাসরি দেখাবে গাজী টিভি।
হোম অব ক্রিকেট মিরপুরে শুক্রবার প্রথম ওয়ানডে অনুষ্টিত হবে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর মাঠে গড়াবে দু’টি টেস্ট।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর আড়াইটায় প্রথম ওয়ানডে ম্যাচটি শুরু হবে। একদিনের ক্রিকেটে টাইগারদের সামনে থাকবে ইংলিশদের বিপক্ষে হ্যাটট্রিক জয়ের হাতছানি! সবশেষ ২০১১ ও ২০১৫ বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে শেষ হাসি হাসে টিম বাংলাদেশ।
এখন পর্যন্ত ১৬টি ওয়ানডেতে ইংলিশদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ১৩টি হারের বিপরীতে তিন ম্যাচে জয় পায় টাইগাররা। তিনটি জয়ই আসে শেষ চারবারের সাক্ষাতে। এবার ঘরের মাঠে সংখ্যাটা আরো বাড়িয়ে ব্যবধান কমিয়ে আনার সুযোগই পাচ্ছে মাশরাফিবাহিনী।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০