স্পোর্টস ডেস্কঃ আগামী মে মাসে উইন্ডিজ ‘এ’ দল আসছে বাংলাদেশে। সফরে তিনটি চারদিনের ম্যাচ খেলবে ক্যারিবিয়ানরা। তারা ঢাকা আসবে ১১ মে। তিনটি ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠ ও দুই নম্বর মাঠে।
গত অগাস্টে উইন্ডিজ সফরে গিয়ে দুটি আনঅফিসিয়াল টেস্ট ও তিনটি একদিনের ম্যাচ খেলেছিল বাংলাদেশ ‘এ’ দল। এবার ফিরতি সফরে আসছে ক্যারিবিয়ানরা। তবে এবার সাদা বলের কোনো ম্যাচ নেই। শুধু লাল বলের ম্যাচ হবে। ৩ জুন অতিথিরা দেশে ফিরবেন।
১৬ মে থেকে শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। পরেরটি শুরু হবে ২৩ মে। শেষ চারদিনের ম্যাচটি মাঠে গড়াবে ৩০ মে থেকে ২ জুনের মধ্যে। ম্যাচ শুরুর সময় সকাল ১০টায়। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড ১ এ। দ্বিতীয় ম্যাচটি হবে গ্রাউন্ড ২ এ। সবশেষ ম্যাচটি মূল মাঠে অনুষ্ঠিত হবে।
উইন্ডিজ ‘এ’ দলের সিরিজ মাঠে গড়ানোর আগে সিলেটে ক্যাম্প করবে বাংলাদেশ দল। আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাঠের সিরিজের জন্য এখানে ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইংল্যান্ডে যাওয়ার আগে আগামী ২৬ এপ্রিল থেকে সিলেটে অনুষ্ঠিত হবে বাংলাদেশের ৩ দিনের ক্যাম্প। এরপর পহেলা মে ইংল্যান্ডের বিমান ধরবেন তামিম ইকবাল-সাকিব আল হাসানরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০