বাংলাদেশ একাদশে শান্ত, ফিরেছেন মুনিম-তাসকিন

0
31

স্পোর্টস ডেস্কঃ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে নামতে যাচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। হারারেতে বিকাল ৫টায় শুরু হবে ম্যাচটি। এর আগে অনুষ্ঠিত হয়েছে টস। যেখানে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন। যার ফলে আগে ফিল্ডিং করতে নামতে হচ্ছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশকে।

এই ম্যাচে স্বাভাবিকভাবেই একাদশে পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল। সবশেষ উইন্ডিজের বিপক্ষে ম্যাচ থেকে একাদশে নেই মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান। দলে না থাকায় একাদশেও নেই তারা। এছাড়া একাদশ থেকে বাদ পড়েছেন স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান।

অপরদিকে একাদশে ফিরেছেন মুনিম শাহরিয়ার। যিনি কিনা ইনজুরির কারণে ক্যারিবিয়ানদের বিপক্ষে শেষ দুই ম্যাচ খেলতে পারেননি টি-টোয়েন্টিতে। এছাড়া ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। যিনি কিনা কম্বিনেশনের কারণে বাদ পড়েছিলেন উইন্ডিজ সফরে টি-টোয়েন্টি থেকে।

এর বাইরে অনেকদিন পর টি-টোয়েন্টি একাদশে জায়গা করে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। সবশেষ ২০২১ সালের নভেম্বরে খেলেছিলেন পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে। এবার সুযোগ পেলেন জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে। কেমন পারফর্মেন্স উপহার দিতে পারেন, সেটা দেখার পালা এবার।

বাংলাদেশ একাদশ
নুরুল হাসান সোহান (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ
ক্রেইগ আরভিন (অধিনায়ক), রেগিস চাকাভা, ওয়েসলে মাধেভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জঙ্গে, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড নারাভা ও তানাকা চিভাঙ্গে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here