বাংলাদেশ একাদশে হাসান মাহমুদ, নেই সাকিব

0
35

নিজস্ব প্রতিবেদকঃ তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক লকি ফার্গুসন।

মিরপুরে আজ একাদশে পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আগের রাতে স্কোয়াডে ডাক পাওয়া হাসান মাহমুদ খেলছেন আজ। মূলত আরেক নবীন পেসার তানজিম হাসান সাকিব হালকা চোটে আছেন। তাই ডাকা হয় মাহমুদকে।

এদিকে বাংলাদেশের ওয়ানডে জার্সিতে অভিষেক হলো আরেক পেসার সৈয়দ খালেদ আহমেদের। দ্বিতীয় ওয়ানডের দলে নেই তানজিম হাসান সাকিব। ইনজুরির কারণে এই ম্যাচের দল থেকে বাদ দেয়া হয়েছে তাকে। তার বদলি হিসেবে একাদশে এসেছেন হাসান মাহমুদ।

চলতি এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলের জার্সিতে ফিরেছিলেন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান। তবে প্রথম ম্যাচে ব্যাটিং করার সুযোগ না পেয়েই আবারও একাদশ থেকে বাদ পড়লেন তিনি। তাঁর বদলে একজন বাড়তি পেসার খেলাচ্ছে বাংলাদেশ।

এদিকে নিউজিল্যান্ড তাদের একাদশে কোনো পরিবর্তন আনেনি। আগের ম্যাচে খেলা একাদশ নিয়েই আজ মাঠে নামছে কিউইরা। নিয়মিত তারকাদের ছাড়াই বাংলাদেশ সফরে আসা দলটি পরিত্যক্ত হওয়া প্রথম ওয়ানডেতে খানিকটা ভোগতে দেখা গেছে।

বাংলাদেশ একাদশ- লিটন কুমার দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও সৈয়দ খালেদ আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ- ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাড বস, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল (উইকেটকিপার), রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here