স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে মুখোমুখি লড়ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। পুনেতে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমেছে দুই দলই। মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে বেলা ১১টায় শুরু হয়েছে ম্যাচ। ম্যাচের আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অজি অধিনায়ক প্যাট কামিন্স।
এই ম্যাচে বাংলাদেশ নিজেদের একাদশে ৩টি পরিবর্তন এনেছে। একাদশ থেকে বাদ পড়েছেন তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম। এছাড়া ইনজুরির কারণে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবর্তে সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব দিচ্ছেন দলকে।
আর একাদশে ফিরেছেন নাসুম আহমেদ, শেখ মেহেদী ও মুস্তাফিজুর রহমান। শেষ ম্যাচে তিন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। সঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদ চাইলেও হালকা হাত ঘুরাতে পারেন। টানা ব্যর্থ হওয়ার পর ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের উপরই আস্থা রেখেছে দল।
অপরদিকে অস্ট্রেলিয়ার একাদশেও পরিবর্তন এসেছে। আগের ম্যাচেই দলটির অনবদ্য জয়ের নায়ক গ্লেন ম্যাক্সওয়েল চোট সমস্যার কারণে বিশ্রামে আছেন। বিশ্রামে আছেন আরেক তারকা মিচেল স্টার্কও। তাদের পরিবর্তে একাদশে ফিরেছেন স্টিভেন স্মিথ ও শন অ্যাবট।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post