নিজস্ব প্রতিবেদক:: জাকের আলী অনিককে একাদশে ফিরিয়ে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। তাতে করে একাদশ থেকে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমদ। বাংলাদেশ দল দুই পেসার নিয়ে অ্যান্টিগায় মাঠে নেমেছে।
দুই পেসারের টাইগার একাদশে মুস্তাফিজুর রহমানের সাথে আছেন তানজীম হাসান সাকিব। স্পিন আক্রমণে সাকিব ও লেগ স্পিনার রিশাদ হোসেনের সঙ্গে আছেন স্পিন অলরাউন্ডার মেহদী হাসানও।
সুপার এইটে ভারতের বিপক্ষে ম্যাচে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। টস জিতে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে।
বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। অস্ট্রেলিয়ার কাছে হার দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের জন্য আজকের ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে জয়ের কোনো বিকল্প নেই।
বিশ্বকাপের ফেবারিট ভারত আফগানিস্তানকে হারিয়েই শুরু করেছে বিশ্বকাপ। আজ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে সেমিফাইনাল নিশ্চিতের পথে আরেক ধাপ এগিয়ে যাবে রোহিত শর্মা, বিরাট কোহলিরা।
বাংলাদেশ একাদশ:: তানজিদ তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনীক, রিশাদ হোসেন, মেহদী হাসান, তানজীম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post