স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। ধর্মশালা মঙ্গলবার সকালের ম্যাচে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে টাইগাররা। অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ বাদ পড়েছেন একাদশ থেকে। সুযোগ পেয়েছেন শেখ মেহেদি।
আফগানিস্তানকে হারানো ম্যাচের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় জানিয়েছেন সাকিব। ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার বলেছেন, টস জিতলে তিনিও আগে ফিল্ডিং নিতেন। এই ম্যাচে তারা একটি পরিবর্তন এনেছে। পেসার রিস টপলিকে একাদশে নিয়েছে ইংলিশরা। বাদ পড়েছেন দলটির সহ-অধিনায়ক মঈন আলী।
বাংলাদেশ একাদশঃ লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশঃ জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রশিদ ও রিস টপলি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post