নিজস্ব প্রতিবেদকঃ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ ও আফগানিস্তান। রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচেও টস জিতেছিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
এই ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে দুই পরিবর্তন। একাদশ থেকে বাদ পড়েছেন শরিফুল ইসলাম ও রনি তালুকদার। সুযোগ পেয়েছেন আফিফ হোসেন ও হাসান মাহমুদ। এদিকে আফগানদের একাদশে এসেছে পরিবর্তন। প্রথম ম্যাচে হেরে সিরিজে পিছিয়ে আছে সফরকারীরা। আজ জিতে সিরিজে সমতা ফেরাতে চায় রশিদ খানের দল।
বাংলাদেশ একাদশঃ লিটন দাস, আফিফ হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশঃ হযরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান (অধিনায়ক) মুজিব উর রহমান, ওয়াফাদার মোমান্দ ও ফজল হক ফারুকী।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০