স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে রান নেই তাওহিদ হৃদয়ের ব্যাটে। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে এই ব্যাটারকে বাদ দেওয়া হয়েছে একাদশ থেকে। অধিনায়ক সাকিব আল হাসান চোট কাটিয়ে ফিরেছেন একাদশে। প্রোটিয়াদের একাদশেও পরিবর্তন একটি।
লুঙ্গি এনগিডির জায়গায় সুযোগ পেয়েছেন লিজাড উইলিয়ামস। আগের ম্যাচের মতো আজও নেই নিয়মিত অধিনায়ক বাভুমা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হওয়া ম্যাচে আগে ব্যাট করবে দক্ষিণ আফ্রিকা। টস জিতেছেন দলটির অধিনায়ক অ্যাইডেন মার্করাম।
সাকিব ফেরায় বাংলাদেশের বোলিং বিভাগে তিন পেসারের সঙ্গে থাকছে তিন স্পিনার। অন্য দুই স্পিনার নাসুম আহমেদ, মেহেদি হাসান মিরাজ। পেস বিভাগের দায়িত্বে হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম। চোটের কারণে নেই তাসকিন আহমেদ।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রেজা হ্যানড্রিক্স, রাসি ভন ডার ডুসেন, অ্যাইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও লিজাড উইলিয়ামস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post