স্পোর্টস ডেস্ক:: পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দলের দুই ফরম্যাটের অধিনায়ক করা হয়েছে তাওহীদ হৃদয় ও এনামুল হক বিজয়কে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অধিনায়ক হৃদয়। চার দিনের দুই ম্যাচের সিরিজের অধিনায়ক এনামুল হক বিজয়।
স্বাগতিক পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে এই সিরিজে খেলছেন সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম, মুমিনুল হক। টেস্ট দলের ক্রিকেটার মাহমুদুল হাসান জয় ও শাহাদত হোসেন দিপুও।
১০ আগস্ট চার দিনের ম্যাচ দিয়ে শুরু হবে দুই দেশের ‘এ’ দলের সিরিজ। এই ম্যাচে খেলবেন জাতীয় টেস্ট দলের চার ক্রিকেটার। কারণ তখনি বাংলাদেশ দল টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে। ২১ আগস্ট থেকে রাওয়াল পিন্ডিতে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের টেস্ট সিরিজ।
২৯ আগস্ট করাচিতে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
জাতীয় দল ও ‘এ’ দলের সিরিজ এক সঙ্গেই চলবে পাকিস্তান। ৬ আগস্ট ‘এ’ দল চলে যাবে পাকিস্তান। এ দলের ২ টেস্ট আর ৩ ওয়ানডের সব কটা খেলাই হবে ইসলামাবাদে। ১৭ আগস্ট শুরু হবে দ্বিতীয় চার দিনের টেস্ট। এরপর ২৩ আগস্ট প্রথম ওয়ানডে, ২৫ আগস্ট দ্বিতীয় ও ২৭ আগস্ট তৃতীয় ওয়ানডে খেলবে দুই দেশের ‘এ’ দল।
প্রথম চার দিনের ম্যাচের ‘এ’ দল: এনামুল হক বিজয় ( অধিনায়ক) , মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, সৌম্য সরকার, শাহাদাত হোসেন, মোসাদ্দেক হোসেন, জাকের আলী, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম, হাসান মুরাদ, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান, রেজাউর রহমান ও রুয়েল মিয়া।
ওয়ানডে সিরিজের ‘এ’ দল: সৌম্য সরকার, এনামুল হক, মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, তাওহিদ হৃদয় (অধিনায়ক), মাহিদুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, জাকের আলী, রিশাদ হোসেন, মেহেদী হাসান, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান, রেজাউর রহমান ও রুয়েল মিয়া।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post