স্পোর্টস ডেস্ক:: আজ ডমিনিকায় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচটি হওয়ার কথা। বাংলাদেশ সময় রাত ১১টায় ম্যাচটি শুরু হতে পারে। তবে ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। দুই দলের প্রথম ম্যাচটি পণ্ড হয়ে যেতে পারে বৃষ্টির কারণে।
আটলান্টিক মহাসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে ডমিনিকায় সারা দিন থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে দুই দলের কোনো দলই ম্যাচের আগের দিন অনুশীলনও করতে পারেনি। এবার বেরসিক বৃষ্টিতে পুরো ম্যাচই ভেসে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে্
ডমিনিকার উইন্ডসোর পার্ক রিসোতে বাংলাদেশ সময় রাত ১১টায় ম্যাচ শুরু হওয়ার কথা। কিন্তুু ক্রমাগত বৃষ্টি হচ্ছে। থেমে থেমে বৃষ্টি হচ্ছেই ডমিনিকায়। দীর্ঘ কয়েক বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হচ্চে ডমিনিকায়। স্থানীয়রাও ব্যাপক উৎসাহ, উদ্দীপনা নিয়ে অপেক্ষায় ছিলেন ম্যাচটি উপভোগের জন্য।
এদিকে যাত্রাপথের ভোগান্তি শেষে সুস্থ আছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সেন্ট লুসিয়া থেকে সমুদ্রপথে ফেরিতে করে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে দুই দলের ক্রিকেটার, কোচ, কর্মকর্তা, ম্যাচ অফিসিয়াল, ধারাভাষ্যকার সবাই ডমিনিকায় যান। ফেরিতে ভয় পান টাইগাররা ক্রিকেটাররা।
উত্তল সাগরে ফেরিতে ভয়ে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। বমিও করেন ক্রিকেটাররা। এনিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। বিমান পথে না পাঠিয়ে কেন ক্রিকেটারদের একরম জার্নিতে ম্যাচ ভেন্যুতে নেওয়া হলো তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/ডেস্ক/০০