স্পোর্টস ডেস্ক:: কম্বোডিয়ায় বাংলাদেশ ম্যাচের টিকিট নিয়ে রীতিমতো হাহাকার চলছে। অলিম্পিক স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশ ও কম্বোডিয়া ম্যাচটি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় শুরু হবে।
স্থানীয় আয়োজকেরা জানিয়েছেন, ম্যাচটির সব টিকিটই আগের দিন বিক্রি হয়ে গেছে। টিকিট নিয়ে রীতমতো হাহাকার চলছে। নমপেনের অলিম্পিক স্টেডিয়ামের আসন ক্ষমতা ৩০ হাজার। আগের দিনই সব টিকিট বিক্রি হয়ে গেছে।
কম্বোডিয়ার বিপক্ষে সবশেষ ম্যাচে বাংলাদেশ জিতেছিলো। কালকের ম্যাচেও জয়ের জন্য খেলবে বাংলাদেশ। অধিনায়ক জামাল ভুঁইয়া ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন।, ‘নিজেদের মাটিতে কম্বোডিয়া খুব ভালো প্রতিপক্ষ। তবে আগামী ম্যাচে আমরা জয় নিয়েই মাঠ ছাড়তে চাই। এই ম্যাচটি সাফের আগে আমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। ’
তবে প্রতিপক্ষ দলে ভালো মানের ফুটবলার আছেন, জয়টা সহজ হবে না জানেন জামাল ভুঁইয়া। তিনি সংবাদ সম্মেলনে বলেন, ‘কম্বোডিয়ায় বেশ কয়েকজন ভালো মানের ফুটবলার রয়েছে। আমরা তাদের বিপক্ষে ভালো খেলে জিততে চাই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post