স্পোর্টস ডেস্কঃ বড় জয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাই পর্ব শুরু করল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তান অনূর্ধ্ব-১৭ দলকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে গোলাম রাব্বানি ছোটনের দল। ম্যাচের দুই অর্ধে তিনটি করে গোল আদায় করে নেয় লাল সবুজের প্রতিনিধিরা।
ম্যাচ শেষে বাংলাদেশের কোচ গোলাম রব্বানি ছোটনের কণ্ঠে শোনা গেল তৃপ্তির। ছোটন বলেন, ‘প্রতিদিনই আমাদের মেয়েরা কঠোর অনুশীলন করে থাকে। জিমসহ সবকিছুই করে। এছাড়া দীর্ঘদিন ধরেই তারা এক সঙ্গে আছে। আর ঢাকায় সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে যে ভুলগুলো হয়েছিল তা নিয়ে গত একমাস ধরে কাজ হয়েছে। আজকের ম্যাচে তারই উন্নতি দেখা গেছে।’
দল নতুন হলেও খেলায় উন্নতি দেখছেন কোচ, ‘আমাদের খেলোয়াড়রা নতুন। প্রতিপক্ষ শক্তিশালী ধরেই খেলেছি। আমরা যে প্রতিনিয়ত উন্নতি করছি তার প্রমান দেখতে পাচ্ছি। আমাদের লক্ষ্য হলো মেয়েদের উন্নতি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০