স্পোর্টস ডেস্ক:: পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের কোচ, সাবেক অজি তারকা গিলেম্পি বাংলাদেশকে খুবই ভালো ক্রিকেট দল হিসেবে আখ্যায়িত করেছেন। সাবেক এই ক্রিকেটার পাকিস্তান টেস্ট দলের কোচের দায়িত্ব পালন করছেন।
জেসন গিলেম্পি গত এপ্রিলে পাকিস্তান টেস্ট দলের দায়িত্ব নিয়েছেন। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। আগস্টের শেষ সপ্তাহে শুরু হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত দুই ম্যাচের সিরিজটি।
এই সিরিজের আগে পাকিস্তানে সাংবাদিকদের সাথে কথা বলেছেন কোচ গিলেম্পি। জানিয়েছেন বাংলাদেশ খুব ভালো দল। তিনি বলেন, ” আমার সব মনোযোগ এখন পাকিস্তান দলের ওপর। আমি কীভাবে পাকিস্তানের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলতে পারি, সে চেষ্টা করব। বাংলাদেশ খুব ভালো দল। প্রতিপক্ষ নিয়ে যেভাবে বিশ্লেষণ করা দরকার, আমরা তা করব। চেষ্টা করব তাদের বিপক্ষে প্রভাব বিস্তার কর খেলার জন্য। দায়িত্ব নেওয়ার পর আমার প্রথম টেস্ট ম্যাচ হবে এটি। আমি সে জন্য মুখিয়ে আছি।”
গিলেম্পির জন্য বাংলাদেশ এক বিশেষ নাম। ২০০৬ সালে টেস্টে নাইট ওয়াচম্যান হিসেবে বাংলাদেশের বিপক্ষে নেমে ‘ডাবল’ সেঞ্চুরি করে ছিলেন। আরো একবার কোচ হিসেবে বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন তিনি। সাংবাদিকরা তাই ২০১ রানের সেই ইনিংস নিয়ে জানতে চাইলে তিনি বলেন, “দেখুন, সেই ইনিংসটা হয়ে গেছে আরকি…আমি খুবই ভাগ্যবান আমার ক্যারিয়ার নিয়ে। ১০ বছর টেস্ট ক্রিকেট খেলেছি। আমার জন্য বিরাট অর্জন। এখন আবার বাংলাদেশের বিপক্ষে খেলা। আমার মনোযোগ থাকবে পাকিস্তান যেন ভালো খেলে সেদিকে। আমি অবশ্যই আমার শেষ টেস্ট ম্যাচ নিয়ে পড়ে থাকব না (হাসি)। তবে দারুণ স্মৃতি, এতে কোনো সন্দেহ নেই।”
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post