বাংলাদেশ চ্যাম্পিয়ানশিপে মাঠ মাতাবেন সিলেটের যেসব তারকা…

    0
    290

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থপানায় আজ শনিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ।

    চ্যাম্পিয়নশিপে ৬টি ক্লাবের হয়ে সিলেট বিভাগের ১৫ জন তরুণ ফুটবলার মাঠ মাতাবেন।

    আজ বিকাল সাড়ে ৪টায় উদ্বোধনী ম্যাচে সাইফ গ্লোবাল স্পোর্টসের হয়ে মাঠে নামবেন মতিন, কামরুল, তাদের প্রতিপক্ষ টিএন্ডটি ক্লাবের হয়ে মাঠে নামতে পারেন নাঈম, আলমগীর, সিপন, রাসেল।

    এবারের বাংলাদেশ চ্যাম্পিয়ন শিপে সিলেট বিভাগ থেকে অংশ নিবেন ১৩ জন ফুটবলার। এর মধ্যে চ্যাম্পিয়ন শিপে সর্বোচ্চ পারিশ্রমিকে খেলছেন সিলেটের মতিন। সাইফ গ্লোবাল স্পোর্টস সিলেটের এই তরুণ ফুটবলারকে নিজেদের দলে নিয়েছে। মতিন সিলেটের বালাগঞ্জের ছেলে।

    বাংলাদেশ চ্যাম্পিয়ন শিপের দল চিটাগাং মোহামেডানে খেলবেন বিয়ানীবাজারের ফরহাদ, ফকিরাপুল ইয়াংম্যান্স ক্লাবে বিয়ানীবাজারের মনসুর, অগ্রণী ব্যাংকে বিয়ানীবাজারের সাদ্দাম, জিল্লুর, ঢাকা দক্ষিণ গোলাপগঞ্জের ইকবাল, টিন্ডটি ক্লাবে সিলেট সদরের নাঈম, মৌলভীবাজারের, আলমগীর, সিপন, সিলেট সদরের রাসেল, সাইফ গ্লোবাল স্পোর্টস- বালাগঞ্জের মতিন, ফেঞ্চুগঞ্জের কামরুল, ভিক্টোরিয় স্পোটিং ক্লাবে গোলাপগঞ্জের হামিদ, ওসমানীনগরের জুবেল, শ্যামল, হবিগঞ্জের রানা।

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here