নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ চ্যাম্পিয়ানশীপ ফুটবল লীগ শুরু হতে যাচ্ছে শীঘ্রই।
চ্যাম্পিয়নশীপের জন্য আগে-ভাগেইই দল গোছাতে ব্যস্ত ক্লাব গুলো। প্রিমিয়ার লীগের অন্যতম কর্ণধার সাইফ পাওয়ার টেক, দ্বিতীয় বিভাগে তাদের একটু নতুন ক্লাব সংযোজন করেছে নাম সাইফ গ্লোবাল স্পোর্টস।
সেই দলে ডাক পেয়েছেন সিলেটের বালাগঞ্জের ছেলে মতিন। সিলেটের স্থানীয় ফুটবলে খ্যাপ খেলায় যার নাম পুরো সিলেট জুড়ে। তিনি এবার যোগ দিলেন বাংলাদেশ চ্যাম্পিয়ানশীপ ফুটবলে।
আজ এসএনপিস্পোর্টস কে এমন তথ্য দিয়েই নিশ্চিত করেছেন মতিনের ঘনিষ্ঠ একজন।
তিনি আরো জানান, এখন পর্যন্ত দল বদলে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার মতিন।
বিশ্বস্থ ওই সূত্র জানায়, প্রায় পাঁচ লাখার টাকার চেয়ে কিছুটা বেশি মূল্য শুধু এক মৌসুমের জন্য সাইফ গ্লােবালসের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন মতিন।
উল্লেখ্য, বাংলাদেশ চ্যাম্পিয়ান শীপ ফুটবল অক্টোবরের শেষের দিকে অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০/১০৪