নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ নিয়োগ দেওয়া হয়েছে। সাবেক কোচ জেমি ডে’কে বরখাস্তের পর তিন অন্তর্বর্তীকালীন কোচের অধীনে তিনটি বৈশ্বিক আসরে খেলেছে বাংলাদেশ। এবার স্থায়ীভাবে নিয়োগ পেলেন স্প্যানিশ কোচ জাভিয়ের কাবরেরা।
শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন কাবরেরার নাম ঘোষণা করেছে। চুক্তি অনুযায়ী আগামী এক বছর জাতীয় দলের সঙ্গে কাজ করবেন সাবেক এই স্প্যানিশ ফুটবলার। সবকিছু ঠিকঠাক থাকলে ১৩ জানুয়ারি তার বাংলাদেশে আসার কথা রয়েছে।
কোচিং ক্যারিয়ার খুব একটা সমৃদ্ধ নয় কাবরেরার। লা লিগার ক্লাব দেপোর্তিভো আলাভেসের এলিট ফুটবল একাডেমির কোচ হিসেবে কাজ করেছেন। তার আগে নর্থ ভার্জিনিয়ার বার্সেলোনা একাডেমির কোচ ছিলেন তিনি। এ ছাড়া ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) স্পোর্টিং গোয়ার টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করেছেন দুই বছর।
উয়েফা প্রো লাইসেন্সধারী কাবরেরা ভারতে লা লিগা একাডেমিরও দায়িত্বে ছিলেন। স্পেনের দ্বিতীয় বিভাগের দল রায়ো মাহাদাহোন্দোরও দায়িত্ব পালন করেছেন এক সময়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০